পুণে ফিল্ম ইনস্টিটিউটে ফি বৃদ্ধি, ছাত্রদের অনশন প্রতিবাদে সামিল এই বাঙালি ছাত্র

কেন্দ্রীয় সরকার অধীনস্থ হলেও পুনে ফিল্ম ইনস্টিটিউটের প্রতি বছর ফি দিতে গিয়ে নাভিশ্বাস উঠেছিল পড়ুয়াদের।

August 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছাত্রদের অনশন প্রতিবাদে সামিল এই বাঙালি ছাত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় সরকার অধীনস্থ হলেও পুনে ফিল্ম ইনস্টিটিউটের প্রতি বছর ফি দিতে গিয়ে নাভিশ্বাস উঠেছিল পড়ুয়াদের। এবার এর প্রতিবাদে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিলেন বাঙালি পরিচালক তথা অভিনেতা অর্মত্য রায়। তিনি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ডিরেকশন বিভাগের ছাত্র‌।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হলেও প্রবেশিকা পরীক্ষায় বসার আগে ১০ হাজার টাকা দিতে হতো। ২০২৭ সালে যখন অর্মত্য রায় পরীক্ষা দিয়েছিলেন, তখন প্রবেশিকা ফি হিসেবে তাঁকে মাত্র আড়াই হাজার টাকা দিতে হয়েছিল। আর তার বছর দুয়েকের মধ্যেই ২০২৯ সালে সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ১০ হাজারে। এখানকার পড়ুয়াদেরকে নানা স্কিম দেখিয়ে এই টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলেই কলেজ কর্তৃপক্ষ চেপে ধরছে। তাই বাধ্য হয়েই তিনি আন্দোলন শুরু করেছেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছেন অর্মত্য ।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় যখন হোস্টেলে ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র আন্দোলনে উত্তাল ঠিক সেই সময়েই পুনে ফিল্ম ইনস্টিটিউটে শুরু হল ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে ছাত্ররা।

প্রসঙ্গত, পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়াকালীনই বলিউডে অভিষেক হয়েছে অর্মত্যর। কিংবদন্তী ফুটবলার রহিম সাহেবের বায়োপিক অজয় দেবগণের ‘ময়দান’-এ চুনী গোস্বামীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এবার পুণে ফিল্ম ইনস্টিউটের ছাত্র আন্দোলনের প্রথম সারিতে দেখা গেল অর্মত্য রায়কে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen