ভিনরাজ্যে ফের বাঙালি নির্যাতন! ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দম্পতিকে তিন ঘণ্টা ধরে মারধরের অভিযোগ বেঙ্গালুরু পুলিশের বিরুদ্ধে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৩: ফের ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা! বেঙ্গালুরুর বর্তুল থানায় বঙ্গের এক দম্পতিকে টানা তিন ঘণ্টা ধরে লাঠি দিয়ে মারধর করে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। শুধু শারীরিক নির্যাতনই নয়, তাঁদের ‘বাংলাদেশি’ বলে অপমানও করা হয়েছে বলে দাবি করেছেন আক্রান্ত সুন্দরী বিবি ও তাঁর স্বামী। এই ঘটনায় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন সুন্দরী।
ঘটনাটি ঘটেছে বেলাগেরে রোড এলাকার শ্রমিক কলোনিতে। সুন্দরী বিবি সেখানে পরিচারিকার কাজ করতেন এবং তাঁর স্বামী আবর্জনা ফেলার গাড়ি চালান। সুন্দরীর দাবি, তিনি যে বাড়িতে কাজ করতেন, সেখানে একটি ১০০ টাকার নোট কুড়িয়ে পেয়েছিলেন এবং তা মালিককে ফেরত দেওয়ার উদ্দেশ্যে তুলেছিলেন। কিন্তু মালিক সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে চুরির অভিযোগে অভিযুক্ত করেন। পরে ওই বাড়ি থেকে একটি হীরের আংটি খোয়া যাওয়ার অভিযোগও ওঠে, যার দায় সুন্দরীর উপর চাপানো হয়।
এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের থানায় ডেকে পাঠায়। সুন্দরীর অভিযোগ, সাতজন পুলিশকর্মী মিলে তাঁদের টানা তিন ঘণ্টা ধরে লাঠিপেটা করেন। তিনি বলেন, “আমি বারবার বলছিলাম আমি নির্দোষ। কিন্তু তাঁরা আমাদের মারতে মারতে বলছিলেন আমরা বাংলাদেশি। এমনকী কুকথাও বলা হয়।” সুন্দরী আরও জানান, বেশিরভাগ কথাই কন্নড় ভাষায় বলা হচ্ছিল, যা তিনি বুঝতে পারেননি।