ইউজিসি নেট পরীক্ষায় বাংলার জয়জয়কার, শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী

পূর্ব বর্ধমানের মেয়ে নিলুফা ইয়াসমিন এবছর ‘UGC NET JRF 2025’ পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেছেন।

July 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Bengal's victory in UGC NET exam, CM posts congratulations
Bengal’s victory in UGC NET exam, CM posts congratulations

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: এবছর বাংলার জয়জয়কার ইউজিসি নেট (UGC-NET) পরীক্ষায়। বঙ্গ থেকে বাংলা বিষয়ে ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া ১ র‍্যাঙ্ক অর্জন করেছেন কাটোয়ার নিলুফা খাতুন। অন্যদিকে জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিষয়ে সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতার রিক্তা চক্রবর্তী। অদম্য জেদ, অবিচল মনোযোগ আর অক্লান্ত পরিশ্রম — এই তিন হাতিয়ারেই সাফল্যের শিখরে পৌঁছেছেন পূর্ব বর্ধমানের মেয়ে নিলুফা ইয়াসমিন। এই সাফল্যে বাংলার দুই কৃতি সন্তানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ((Mamata Banerjee)।

অদম্য জেদ, অবিচল মনোযোগ আর অক্লান্ত পরিশ্রম — এই তিন হাতিয়ারেই সাফল্যের শিখরে পৌঁছেছেন পূর্ব বর্ধমানের (Purba Burdwan) মেয়ে নিলুফা ইয়াসমিন। এবছর ‘UGC NET JRF 2025’ পরীক্ষায় তিনি সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেছেন। কৃতিত্বের পিছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি, ধৈর্য আর অধ্যাবসায়।

কাটোয়া (Katwa) ডিডিসি হাইস্কুল থেকে পড়াশোনা শুরু। পরে কাটোয়া কলেজ হয়ে পৌঁছে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা জীবনের প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করেছেন নিলুফা। তবে ইউজিসি নেট পরীক্ষায় প্রথম দু’বার সফল হননি। কিন্তু হাল ছাড়েননি। ব্যর্থতার পর নিজেকে বিশ্লেষণ করে বুঝেছিলেন কোথায় খামতি ছিল। তৃতীয় বার আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসে বাজিমাত করলেন। এবার শুধু পাশই নয়, গোটা দেশে তিনি শীর্ষে।

তাঁর এই সাফল্যে গর্বিত হয়ে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। লিখেছেন, ‘UGC-NET-এ ভারতে প্রথম স্থান অধিকার করার জন্য পূর্ব বর্ধমানের কাটোয়ার নিলুফা ইয়াসমিনকে অভিনন্দন। গণযোগাযোগ ও সাংবাদিকতায় UGC-NET-এ ভারতে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য কলকাতার রিক্তা চক্রবর্তীকে অভিনন্দন। তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen