সুযোগ নষ্টের মাশুল, ২-১ গোলে বেঙ্গালুরুর কাছে হার ইস্টবেঙ্গলের

বেঙ্গালুরুর ঘরের মাঠে তৃতীয় ম্যাচে বেঙ্গালুরুর কাছে ২-১ গোলে লজ্জার হার ইস্টবেঙ্গলের।  

October 4, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইএসএলে এবার লাল-হলুদ ঝড় দেখতে পাওয়া গেল না। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে বেঙ্গালুরুর কাছে ২-১ গোলে লজ্জাজনকভাবে হেরে গেল ইস্টবেঙ্গল।  

 আজকের ম্যাচে শুরু হতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখা গেল দুই যুযুধান দলকেই। প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন নওরেম মহেশ সিং। অন্যদিকে বেঙ্গালুরুর সুনীল ছেত্রী সেই গোলের পাল্টা গোল দিলেন ২১ মিনিটের মাথায়। ২৯ মিনিটে ফের আক্রমণাত্বক লাল হলুদ ব্রিগেড। নন্দা বল জালে জড়াতে সফল হন,  অফসাইড পজিশনের জন্য লাইনম্যান গোলটি বাতিল করে দেন।  প্রথমার্ধে খেলার ফল হয় ১-১ 

দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের মাথায় সুনীল ছেত্রীর হেডার থেকে বল পান জাভি হার্নান্ডেজ। তিনি তাঁর ডান পা দিয়ে গোল দিয়ে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করে দেন।  

 ইস্টবেঙ্গলের কাছে বল পজেশন ছিল ৫৩ শতাংশ ও বেঙ্গালুরুর কাছে বল পজেশন ছিল ৪৭ শতাংশ। ইস্টবেঙ্গলের হয়েছে ৪টি ফাউল ও বেঙ্গালুরুর হয়েছে ১২টি ফাউল। নিজেদের মধ্যে ইস্টবেঙ্গল পাস খেলেছে ৪২৪টি ও বেঙ্গালুরু খেলেছে ৩৮৮পাস। ৯০+৭ মিনিটের শেষে খেলার ফলাফল ইস্টবেঙ্গল ১ বেঙ্গালুরুর ২।        

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen