রাজ্যে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বার্জার পেন্টস

বার্জার পেন্টসের হাত ধরে রাজ্যে বড় বিনিয়োগ আসতে চলেছে

August 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্যে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বার্জার পেন্টস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বার্জার পেন্টসের হাত ধরে রাজ্যে বড় বিনিয়োগ আসতে চলেছে। যার ফলে তৈরি হবে প্রচুর কর্মসংস্থানের সুযোগ। আগামী দু’তিন বছরে বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করতে চলেছে বার্জার পেন্টস। ভারতের দ্বিতীয় বৃহত্তম রং প্রস্ততকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ রায় জানিয়েছেন, পানাগড়ে একটি কারখানা গড়ে তোলা হবে। সেইসঙ্গে রিষড়া এবং সিঙ্গুরে যে কারখানা আছে, সেই দুটি কারখানার সম্প্রসারণ করা হবে।

বার্জার পেন্টসের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, পানাগড় শিল্পপার্কে একটি কারখানা গড়ে তোলা হবে। আগামী সাত-আট মাসের মধ্যে সেই কারখানার নির্মাণকাজ শুরু হয়ে যাবে। দু’বছরের মধ্যে সেই কারখানা তৈরি হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। ওই কারখানায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

সেইসঙ্গে রিষড়ার কারখানার সম্প্রসারণের জন্য ১২০-১৩০ কোটি টাকা বিনিয়োগ করছে ওই সংস্থাটি। সিঙ্গুরের কারখানার সম্প্রসারণের জন্য আরও ৭০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen