পাহাড়ি মানুষদের নিজের ভাষায় রামায়ণ পড়িয়েছিলেন ভানু ভক্ত

আজ অর্থাৎ ভানু জয়ন্তীতে কবির প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়।

July 13, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
পাহাড়ি মানুষদের নিজের ভাষায় রামায়ণ পড়িয়েছিলেন ভানু ভক্ত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ভানু ভক্তর জন্মবার্ষিকী, তাঁকে প্রথম নেপালি কবি রূপে গণ্য করা হয়। নেপালি ভাষায় মহাকাব্য রামায়ণ অনুবাদ করেছিলেন তিনি। তারপরই নেপালি ভাষার উত্তরণ আরম্ভ হয়। নেপালি ভাষার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যই আদিকবি রূপে পরিচিত। ভারত তথা বিশ্বে তিনি নেপালী ভাষার গুরুত্ব তুলে ধরেন। দার্জিলিং, নেপাল, সিকিম, ভুটান, মায়ানমার ইত্যাদি এলাকায় মহাড়ম্বরে পালিত হয় ভানু জয়ন্তী। বাংলাজুড়েও নানান জায়গায় পালিত হয় তাঁর জন্মদিন।

১৮১৩ সালে ১৩ জুলাই নেপালের তনহুঁ জেলার রামঘা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কবি ভানুভক্ত আচার্য। পরিবারের জ্যেষ্ঠ সন্তান ভানু, ছোট থেকে বাড়িতেই বাবার কাছে সংস্কৃত শিক্ষা নেন। পরে তিনি বারাণসীতে যান। 

সে সময়ের কবিদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। সে সময় সংস্কৃতে কবি বা পদ লেখার চল থাকলেও, ভানু ভক্তই প্রথম নেপালি ভাষায় লিখতে শুরু করে। মহাকাব্য রামায়ণের রামের বীরত্বের কথা তিনি নেপালি ভাষায় অনুবাদ করেন। ১৮৬৮ সালে ২৩ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আজ অর্থাৎ ভানু জয়ন্তীতে কবির প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়। নেপালের সরকার, নেপালের জনগন ও বিশ্বের সর্বত্র বসবাসকারী নেপালি ভাষার মানুষ আজকের দিনটি পালন করেন। এ বছর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে কবি ভানুভক্ত আচার্যের ২১০তম জন্মবার্ষিকী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen