সর্বাত্মক ভারত বনধ, রাজ্যে রাজ্যে ব্যাহত জনজীবন

মঙ্গলবার ভারত বন্‌ধ ঘিরে যে ভাবে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে, তাতে এক দিন আগেই কৃষকদের ফের বৈঠকে বসতে আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

December 8, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কৃষকদের দাবি দাওয়া নিয়ে বুধবার ষষ্ঠ দফার বৈঠক ঠিক হয়েছিল। কিন্তু মঙ্গলবার ভারত বন্‌ধ ঘিরে যে ভাবে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে, তাতে এক দিন আগেই কৃষকদের ফের বৈঠকে বসতে আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এ দিন সন্ধ্যা ৭টায় আন্দোলনকারী কৃষকদের আলোচনায় বসার জন্য ডেকে পাঠিয়েছেন তিনি। 

বন্‌ধ চলাকালীন এ দিন তাঁর কাছে ফোন আসে বলে জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তিনি বলেন, ‘‘একটা ফোন এল। বলা হল, অমিত শাহ বৈঠক ডেকেছেন। ৭টার সময় ডাকা হয়েছে আমাদের।’’

বিতর্কিত কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের দাবি নিয়ে এর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পাঁচ দফা বৈঠক করেছেন কৃষকরা। কিন্তু আইন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করতে রাজি হয়নি মোদী সরকার। বরং কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে আইনে সংশোধন ঘটাতে রাজি হয়েছিল। কিন্তু সম্পূর্ণ ভাবে আইন প্রত্যাহারের দাবিতেই অনড় ছিলেন কৃষকরা। সেই মতো ভারত বন্‌ধের (Bharat Bandh) ডাক দিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen