Amitabh Bachchan: জন্মদিনে ‘জলসা’-র সামনে ভক্তদের উচ্ছ্বাসে ভাসলেন বিগ বি

October 11, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:৫৫: বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ৮৩তম জন্মদিন। প্রতি বছরের মতো এবারও তিনি তাঁর প্রিয় অনুরাগীদের সঙ্গে দেখা করতে বেরিয়ে এলেন মুম্বইয়ের ‘জলসা’ বাংলোর সামনে। সকাল থেকেই হাজার হাজার ভক্ত ফুল, পোস্টার, উপহার নিয়ে ভিড় জমিয়েছিলেন তাঁর বাড়ির সামনে। সন্ধ্যায় তাঁদের নিরাশ না করে, অমিতাভ নিজে বেরিয়ে এসে হাত জোড় করে অভিবাদন জানান, হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন।

এই হৃদয়গ্রাহী মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সাদা কুর্তা-পাজামার উপর কমলা-হলুদ নকশার জ্যাকেটে সজ্জিত অমিতাভকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। কেউ কেউ তাঁর জনপ্রিয় চরিত্রের সাজে হাজির হন, কেউ আবার হাতে নিয়ে আসেন তাঁর বিখ্যাত সংলাপ লেখা ব্যানার।

শুধু সাধারণ মানুষই নয়, বলিউডের বহু তারকাও সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কাজল তাঁকে বলেছেন “চিরন্তন রকস্টার”, ফারহান আখতার জানিয়েছেন আন্তরিক ভালোবাসা। শত্রুঘ্ন সিনহা, কৃতি স্যানন, মনোজ বাজপেয়ী – সবাই তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন এই কিংবদন্তিকে।

৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা, ব্যক্তিত্ব এবং অনুরাগীদের সঙ্গে তাঁর সম্পর্ক যে অটুট, তা আরও একবার প্রমাণিত হল এই জন্মদিনে। তাঁর প্রতি এই ভালোবাসাই তাঁকে সত্যিকারের “সুপারস্টার অফ দ্য সেঞ্চুরি” করে তুলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen