ব্লু লাইনে বড় বদল! রাতে বাড়ছে মেট্রো, বিমানবন্দর রুটেও মিলবে অতিরিক্ত পরিষেবা

January 7, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৬: অবশেষে নিত্যযাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের সুরাহা মিলতে চলেছে। এবার বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে পরিষেবার মান ও সংখ্যা নিয়ে যাত্রীদের ক্ষোভ দীর্ঘদিনের। সেই ক্ষোভ প্রশমনেই এবার ব্লু লাইনে মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম রুটেও সরাসরি মেট্রো পরিষেবায় বড়সড় রদবদল আনা হয়েছে।

মেট্রো রেল সূত্রে খবর, এবার থেকে সোম থেকে শুক্রবার, অর্থাৎ সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলিতে ব্লু লাইনে আপ ও ডাউনে ১৪১টি করে মোট ২৮২টি মেট্রো চলবে। এতদিন এই রুটে মোট ২৭২টি মেট্রো চলাচল করত। পরিষেবার সংখ্যা বাড়লেও দিনের প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। সময়সূচি অনুযায়ী, সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম, ৬টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে।

রাতের শেষ মেট্রোর সময়সূচিতেও বেশিরভাগ ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দমদমগামী শেষ মেট্রো যথাক্রমে রাত ৯টা ৩৪ এবং ৯টা ৪৪ মিনিটে পাওয়া যাবে। তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) রুটে। যাত্রীদের সুবিধার্থে এই রুটের শেষ মেট্রোর সময় বদলে রাত ৯টা ৩৮ মিনিট করা হয়েছে।

অন্যদিকে, বিমানবন্দরগামী যাত্রীদের জন্যও সুখবর রয়েছে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি রুটে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা ১৮ মিনিট, ৯টা ১২ মিনিট, ৯টা ৩৬ মিনিট এবং বিকেল ৫টা ৪৭ মিনিটে এই রুটে মেট্রো পাওয়া যাবে। শেষ মেট্রো মিলবে রাত ৯টায়। এই সরাসরি পরিষেবার ফলে এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহিদ ক্ষুদিরাম থেকে ওঠা যাত্রীদের আর নোয়াপাড়া স্টেশনে নেমে ট্রেন বদল করতে হবে না। তাঁরা সরাসরি বিমানবন্দরে পৌঁছতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen