এক্সের ‘গ্রোক’ প্ল্যাটফর্মে বড় পদক্ষেপ, ৩৫০০ পোস্ট ও ৬০০ অ্যাকাউন্ট ব্লক

January 11, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩০: ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম এক্সে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের হস্তক্ষেপের পর গ্রোক চ্যাটবট সংক্রান্ত বিতর্কে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছিল, গ্রোক ব্যবহার করে মহিলাদের অনুমতি ছাড়া নগ্ন ছবি তৈরি এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রক এই অভিযোগের প্রেক্ষিতে এক্সকে সতর্ক করেছিল এবং জানিয়ে দিয়েছিল, অশ্লীল বা যৌন উস্কানিমূলক কন্টেন্ট প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা ৭ জানুয়ারির মধ্যে জানাতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রকের নির্দেশনার পরে এক্স ইতিমধ্যেই অন্তত ৩৫০০ পোস্ট ব্লক করেছে এবং ৬০০টির বেশি অ্যাকাউন্ট বাতিল করেছে বলে সরকারি সূত্র জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ভারত তাদের একটি গুরুত্বপূর্ণ বাজার এবং তারা দেশের আইন মেনে চলবে।

প্রাথমিকভাবে এক্স দাবি করেছিল, গ্রোক কেবল ব্যবহারকারীদের ‘স্বেচ্ছায়’ দেওয়া কমান্ড অনুযায়ী ছবি তৈরি করে। বিতর্কের সময় সংস্থার কর্ণধার মাস্কও বিকিনি পরিহিত একটি ছবি পোস্ট করেছিলেন। তবে ভারতীয় হস্তক্ষেপের পর সংস্থাটি প্রকাশ্যে পদক্ষেপ নেওয়ার কথা স্বীকার করেছে। ভবিষ্যতে এক্সে অশ্লীল বিষয়বস্তু রাখা যাবে না এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী স্পষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা সামাজিক প্ল্যাটফর্মগুলিতে এআই ব্যবহারের নিয়মকানুন কঠোর করার প্রয়োজনীয়তার প্রতিফলন। এক্সের পদক্ষেপ ভারতীয় আইন ও সামাজিক দায়িত্বের দিকে একটি সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen