বড় ধাক্কা ISRO-র! ‘অন্বেষা’ কক্ষপথে পৌঁছনোর আগেই যান্ত্রিক সমস্যায় PSLV, ১৫ উপগ্রহের ভবিষ্যৎ অনিশ্চিত

January 12, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০৫: সোমবার ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV)-এর একটি গুরুত্বপূর্ণ মিশনে উৎক্ষেপণের পর প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত মিলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) জানিয়েছে, রকেটের তৃতীয় ধাপে একটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে। তবে এখনই মিশনটিকে সম্পূর্ণ সফল বা ব্যর্থ বলে ঘোষণা করেনি এই মহাকাশ সংস্থা।

ISRO চেয়ারম্যান ড. ভি নারায়ণন জানান, প্রাপ্ত ডেটা খতিয়ে দেখা হচ্ছে এবং বিশ্লেষণ শেষ হলে বিস্তারিত জানানো হবে। তিনি স্পষ্ট করেন, নির্ধারিত পথে মিশনটি এগোতে পারেনি, যদিও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।

PSLV-এর ৬৪তম মিশন হিসেবে PSLV-C62 সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এই মিশনের মাধ্যমে EOS-N1 সহ মোট ১৬টি উপগ্রহ কক্ষপথে পাঠানোর লক্ষ্য ছিল। এর মধ্যে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র নজরদারি উপগ্রহ ‘অন্বেষা’ এবং একাধিক বিদেশি ও বাণিজ্যিক উপগ্রহও ছিল।

ISRO সূত্রে জানা গেছে, উৎক্ষেপণের পর প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পূর্ণ স্বাভাবিকভাবেই কাজ করেছিল। কিন্তু তৃতীয় ধাপে প্রবেশের পর রকেটের গতিপথে অস্বাভাবিকতা ধরা পড়ে। সাধারণত PSLV-এর তৃতীয় ধাপে কোনও সমস্যা দেখা দিলে পুরো মিশনই ঝুঁকির মুখে পড়ে।

এই মিশনটি PSLV-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ ২০২৫ সালে PSLV-এর একমাত্র উৎক্ষেপণেও তৃতীয় ধাপে ত্রুটি দেখা দিয়েছিল এবং সেই মিশন ব্যর্থ হয়। সেই ঘটনার পর ISRO একটি ব্যর্থতা বিশ্লেষণ কমিটি গঠন করলেও, তাদের রিপোর্ট প্রকাশ্যে আসেনি। তা সত্ত্বেও ২০২৬ সালের প্রথম উৎক্ষেপণ হিসেবে PSLV-C62 পরিচালনা করা হয়।

যদি শেষ পর্যন্ত এই মিশন ব্যর্থ বলে ঘোষণা করা হয়, তবে তা হবে PSLV-এর ইতিহাসে পঞ্চম ব্যর্থতা। ৬৪টি উৎক্ষেপণের নিরিখে এই পরিসংখ্যান খুব খারাপ না হলেও, ভারতীয় মহাকাশ কর্মসূচির জন্য এটি নিঃসন্দেহে একটি ধাক্কা।

এর প্রভাব শুধু ISRO-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই মিশনে ব্রাজিল, নেপাল ও যুক্তরাজ্যের উপগ্রহের পাশাপাশি ভারতের বেসরকারি সংস্থাগুলির উপগ্রহও ছিল। হায়দরাবাদ-ভিত্তিক ধ্রুব স্পেসের সাতটি উপগ্রহ এই রকেটে বহন করা হচ্ছিল, ফলে বাণিজ্যিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

PSLV-কে এখনও ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য উৎক্ষেপণযান হিসেবে ধরা হয় এবং দেশের বাণিজ্যিক মহাকাশ পরিকল্পনার কেন্দ্রে রয়েছে এই রকেট। এমন পরিস্থিতিতে PSLV-C62-এর চূড়ান্ত ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে গোটা মহাকাশ শিল্প। ISRO আনুষ্ঠানিক ঘোষণা করলে তবেই পরিষ্কার হবে, মিশনটি তার লক্ষ্য পূরণ করতে পেরেছে কি না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen