Bihar Election: হঠাৎ পুকুরে ঝাঁপ থেকে ঘোলা জলে মাছ ধরা, ভাইরাল রাহুলের রবিবাসরীয় ভোট প্রচার

November 2, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: বিহারে নির্বাচনের (Bihar Assembly Election 2025) আর তিনদিন বাকি। তার আগে ভোট প্রচারে নতুন চমক দিলেন কংগ্রেস সাংসদ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল তাঁকে। প্রচারের মাঝেই নৌকাবিলাসে মগ্ন রাহুল হঠাৎ ঝাঁপ দিলেন পুকুরে। শুধু তাই নয়, মাছও ধরলেন। তাঁর এই আচমকা পদক্ষেপে চমকে যান উপস্থিত জনতা। রাহুলের দেখাদেখি জলে নামেন আরও অনেকে। রাজনৈতিক মহলের মতে, বিহারের ভোটে জাতপাতের ঘোলাজলে মাছ ধরতেই নেমেছেন রাহুল গান্ধী।

রবিবার মহাজোটের প্রচারে তাঁর সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী মুকেশ সাহানি ও কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। প্রচারের মাঝেই প্রথমে নৌকায় উঠে বেগুসরাইয়ে মল্লাহ সম্প্রদায়ের সদস্যদের মাছ ধরার দৃশ্য দেখছিলেন তিনি। এরপর হঠাৎই নৌকা থেকে লাফিয়ে জলে নেমে পড়েন। পরে কোমরজলে নেমে সাঁতারও কাটেন। তাঁর দেখাদেখি জলে ঝাঁপ দেন মুকেশ সাহানি ও কানহাইয়া কুমার। এমনকি রাহুলের নিরাপত্তারক্ষীরাও পুকুরে নেমে পড়েন। ভিড় জমে ওঠে পুকুরপাড়ে, স্লোগানে মুখর হয় চারপাশ।

স্থানীয়দের সঙ্গে মিলে জাল টেনে মাছ ধরার কাজে হাত লাগান রাহুল। পরে তাঁকে দেখা যায় মাছ কুড়োতে, কানহাইয়ার সঙ্গেও। এই পুরো দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেস এক্স হ্যান্ডেলে প্রকাশিত ভিডিওতে বলা হয়েছে, রাহুল মৎস্যজীবীদের জীবন, সংগ্রাম এবং সমস্যা নিয়ে আলোচনা করেছেন। দলের দাবি, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে মাছচাষিদের জন্য বিমা প্রকল্প এবং নিষেধাজ্ঞার তিন মাসে প্রতি পরিবারকে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

https://x.com/INCIndia/status/1984976024052863292

 

এদিন বেগুসরাই ও খাগাড়িয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) সরাসরি আক্রমণ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, মোদী নিজের ৫৬ ইঞ্চি বুকে গর্ব করেন, অথচ আসলে তিনি ডরপোক। রাহুল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বড় কথা বললেও যুবকদের কর্মসংস্থান, কৃষি বা শিল্প উন্নয়ন নিয়ে কোনও স্পষ্ট পরিকল্পনা নেই। বরং বিভাজনের রাজনীতি বাড়ানোই তাঁর লক্ষ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen