Bihar SIR: বিহারে রাতারাতি ১.২৬ কোটি ভোটার মুছে দিল নির্বাচন কমিশন!

July 28, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৮: বিহারে নির্বাচন কমিশনের (Election Commission of India – ECI) ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale) অভিযোগ করেছেন, ২০২৪ লোকসভা নির্বাচনের ঠিক এক বছর পরেই রাতারাতি ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে ১.২৬ কোটি মানুষের নাম। তাঁর দাবি, এর মাধ্যমে বিহারে কার্যত “ভোটার NRC” চালু করা হয়েছে নির্বাচন কমিশনের তালিকা সংশোধনের (Special Intensive Revision – SIR) নামে।

গতকাল রাতে নির্বাচন কমিশন (ECI) প্রকাশ করে বিহারের ভোটার তালিকা সংশোধন বিস্তারিত রিপোর্ট। কমিশনের দেওয়া তথ্যে বলা হয়েছে, বিহারে মোট ৭.৯০ কোটি ভোটারের মধ্যে মাত্র ৭.২৪ কোটি মানুষের কাছ থেকে ফর্ম সংগ্রহ করা হয়েছে, যা মোটের ৯১.৬৯ শতাংশ। অর্থাৎ প্রায় ৬৫ লক্ষ ভোটারের কাছে ফর্মই পৌঁছায়নি বা ফর্ম সংগ্রহ করা হয়নি, এবং সেই কারণেই তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এছাড়া, আরও ২২ লক্ষ ভোটারকে মৃত বলে ঘোষণা করে তাঁদের নাম বাতিল করা হয়েছে। প্রায় ৩৬ লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা (untraceable) বলে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ৭ লক্ষ ভোটারকে ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করে তাঁদের মধ্যে অর্ধেক অর্থাৎ ৩.৫ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে।

এখানেই শেষ নয়। গোখলে নিজের X পোস্টে উল্লেখ করেছেন, নির্বাচন কমিশন দাবি করেছিল যে এই তালিকা সংশোধনের একটি মুখ্য উদ্দেশ্য হল “বিদেশি নাগরিকদের” চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া, কিন্তু কমিশন আজ পর্যন্ত জানায়নি ঠিক কতজনকে “অনাগরিক” হিসেবে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যদি বিদেশিদের হঠানোই উদ্দেশ্য হয়, তবে কতজন বিদেশিকে পাওয়া গেল? কেন সেই সংখ্যা প্রকাশ করা হচ্ছে না?

সাকেত গোখলে এই ঘটনার তাৎপর্য বোঝাতে বলেন, বিহারে এই মুহূর্তে যে ১.২৬ কোটি ভোটারের নাম বাদ পড়েছে, তা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মোট জনসংখ্যার সমান, বা আসাম বাদ দিয়ে উত্তর-পূর্ব ভারতের ছয়টি রাজ্যের সম্মিলিত জনসংখ্যার সমান। তাঁর আরও বক্তব্য, মাত্র এক বছর আগে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের এত দ্রুত কী ভাবে “অযোগ্য” ঘোষণা করা হল?

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যেহেতু ৭.২৪ কোটি ভোটারের কাছ থেকে ফর্ম নেওয়া হয়েছে, কিন্তু সবার কাছ থেকে নথিপত্র সংগ্রহ করা হয়নি, সেই কারণে ভবিষ্যতে আরও ভোটারকে বাতিল করা হতে পারে। তাঁর ভাষায়, এই (SIR) আসলে পেছনের দরজা দিয়ে NRC, যা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এক চক্রান্ত।

তিনি এই ঘটনাকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত হিসেবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন যে, এই ধরণের ভোটার বাদ দেওয়া ভবিষ্যতে আরও রাজ্যে ঘটতে পারে, যদি এখনই বিরোধিতা না করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen