হাসপাতালে পদ্মশ্রী প্রাপ্ত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হক, দেখতে ছুটলেন দেব

January 14, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.০০: পদ্মশ্রী সম্মানে ভূষিত সমাজসেবী করিমুল হককে নিয়ে বড় পর্দায় ছবি তৈরির ঘোষণা করেছিলেন তারকা অভিনেতা-সাংসদ দেব। পোস্টার প্রকাশের পর সেই খবরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই অসুস্থ হয়ে পড়লেন জলপাইগুড়ির ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন করিমুল হক।

সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের মতে, এখন তিনি অনেকটাই স্থিতিশীল। উঠে বসার অনুমতিও মিলেছে। এই খবর পেয়ে মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়ে করিমুল হকের সঙ্গে দেখা করেন দেব। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তাঁর খোঁজখবর নেন সাংসদ-তারকা।

হাসপাতালে সাক্ষাতের সেই মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে দেব লেখেন, করিমুল হকের দ্রুত আরোগ্য কামনায় তিনি প্রার্থনা করছেন। তাঁকে ‘বাস্তবের অ্যাম্বুল্যান্স দাদা’ বলেও উল্লেখ করেন অভিনেতা।

উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক বছরের পর বছর প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসার জন্য নিজের বাইককেই অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহার করে আসছেন। অসংখ্য মুমূর্ষু রোগীকে সময়মতো হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছেন তিনি। এই মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

করিমুল হকের জীবনকাহিনি নিয়ে নির্মিত হতে চলা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেব নিজেই। প্রযোজনার দায়িত্বও তাঁর কাঁধে। আগামী অগস্ট মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen