বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুদের জন্য মোদীর ভূমিকা কী? কড়া ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ স্পিকার বিমানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫০: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নীরব কেন কেন্দ্র? মোদীকে কড়া প্রশ্নবাণে বিদ্ধ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিবসে বিধানসভায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করেন তিনি।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পিকার সরাসরি প্রশ্ন তোলেন, প্রতিবেশী রাষ্ট্রে বাঙালি সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চলছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার কেন নীরব? তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার কি দেখতে পাচ্ছে না যে সেখানে বাঙালি সংখ্যালঘুদের ওপর কী ধরনের আক্রমণ হচ্ছে? পুকুরে চুবিয়ে মানুষ মারা হচ্ছে, আর তা দেখে একাংশ উল্লাস করছে। এটা কোন দেশ?” এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রীর কী ভূমিকা রয়েছে? এতগুলো বাঙালি সংখ্যালঘুকে পিটিয়ে মারা হল, নানারকমভাবে তাঁদের ওপর অত্যাচার করা হচ্ছে। তার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে?”
একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, এটি আন্তর্জাতিক বিষয় হওয়ায় রাজ্য সরকারের এখানে বিশেষ কিছু করার নেই। তাঁর কথায়, “এ ক্ষেত্রে রাজ্যের কোনও ভূমিকা থাকতে পারে না। এটি দু’টি দেশের দ্বিপাক্ষিক বিষয়।”
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে স্পিকার আরও বলেন, “প্রধানমন্ত্রী বিবেকানন্দের কোন বাণী কার্যকর করেছেন, তা আমার নজরে আসেনি। উল্টে রাজ্যের প্রাপ্য টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। নারী শিক্ষার অগ্রগতি বা সমাজ সংস্কারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনও সদর্থক দৃষ্টিভঙ্গি আমাদের চোখে পড়েনি।”