মেয়ের ডাকনামে বাঙালিয়ানার ছোঁয়া! বিপাশা বসুর মেয়ের ভিডিও সমাজমাধ্যমে

বেশ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মেয়ে ‘দেবী’ নিয়ে নানা ছবি শেয়ার করেছেন বিপাশা বসু।

June 7, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
মেয়ের ডাকনামে বাঙালিয়ানার ছোঁয়া!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুম্বইতে থেকেও বাঙালি আদব-কায়দা ভোলেননি বিপাশা। সেই বাঙালিয়ানার টানেই মেয়ের বাঙালি ডাকনাম রাখলেন এই অভিনেত্রী।

বেশ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মেয়ে ‘দেবী’ নিয়ে নানা ছবি শেয়ার করেছেন বিপাশা বসু। এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ছোট্ট খুদের ডাকনাম‌ও রাখলেন অভিনেত্রী।

তাঁর শেয়ার করা একটি ভিডি‌ওতে দেখা যাচ্ছে মা-মেয়ে দুজনেই খেলতে ব্যস্ত । বিপাশা এই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘দেবীর ডাকনাম মিষ্টি। ওকে এই ডাকনাম দিয়েছেন ওর মুমু মা। একদম ওর জন্যই যেন এই নাম বানানো হয়েছে। আমার বাঙালি মেয়েটা ওর ডাকনাম পেল।’ এরপর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, ,”দেবী বসু সিং গ্রোভার, বাঙালি মেয়ে, বাঙালিয়ানা, ডাকনাম মিষ্টি।”

গতবছর নভেম্বর মাসে বিপাশা করণের কোল আলো করে আসে তাঁদের মেয়ে। ২০১৬ সালে পাঞ্জাবী প্রেমিক তথা অভিনেতা করণ সিং গ্রোভরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বঙ্গ তনয়া বিপাশা বসু। মেয়েকে নিয়েই কেটে যায় তাঁর অধিকাংশ সময়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen