সৌভ্রাতৃত্ব-সম্প্রীতির লক্ষ্যে দীঘায় অনুষ্ঠিত হল বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

পাশাপাশি বাংলা ভাষার মর্যাদা দিতে এবং বাংলার সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে সৌভ্রাতৃত্ব বোধ বাড়ানোর উদ্দেশ্যে এই সম্মেলন বলে জানান আয়োজকরা। রবিবারও সম্মেলনের মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

March 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দু’দিনের বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হল সৈকত শহর দীঘায়। শনিবার দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন অসমের সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিশিষ্ট সাহিত্যিক শিলাদিত্য দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সাহিত্যিক রাধাকান্ত সরকার প্রমুখ। এই সম্মেলনে পশ্চিমবঙ্গ, অসম ও বাংলাদেশের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রচার এবং প্রসার বাড়ানোর লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। পাশাপাশি বাংলা ভাষার মর্যাদা দিতে এবং বাংলার সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে সৌভ্রাতৃত্ব বোধ বাড়ানোর উদ্দেশ্যে এই সম্মেলন বলে জানান আয়োজকরা। রবিবারও সম্মেলনের মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen