রোড শো-র আগে ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ‘বিশ্বাসঘাতক’ পোস্টার, ছবিতে পরানো হল জুতোর মালা
ডোমজুড়ে আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের রোড শো।
February 7, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ডোমজুড়ে আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) রোড শো। সেই রোড শো শুরুর আগেই উত্তেজনার সৃষ্টি। ‘বিশ্বাসঘাতক’ বলে পোস্টার পড়ল এলাকায়। পোস্টারের পাশাপাশি এলাকায় লাগানো হয়েছে কালো পতাকাও, তাৎপর্যপূর্ণভাবে পাশে দেখা যাচ্ছে তৃণমূলের (TMC) পতাকা। একইসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে পরানো হয়েছে জুতোর মালা। ডোমজুড়ে অভয়নগরের কাজ থেকে আজ BJP-র পদযাত্রা শুরু হওয়ার কথা। নেতৃত্বে থাকবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়।