BJP: প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে ফের আত্মহত্যার চেষ্টা কেরলে, বিজেপির ওপর বাড়ছে চাপ

November 16, 2025 | < 1 min read
Published by: Raj


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৫০: কেরলের থিরুবনন্তপুরমে নেডুমাঙ্গাডের বাসিন্দা এবং বিজেপি (BJP) কর্মী শালিনীকে প্রার্থী না করায় আত্মহত্যার চেষ্টা করেছেন। এর আগেই বিজেপি-আরএসএস কর্মী আনন্দ কে. থাম্পি প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়ায় আত্মহত্যা করেছিলেন। তার পর নতুন করে এই ঘটনা বিজেপিকে আরও কোণঠাসা করে দিয়েছে।

শালিনী নেডুমাঙ্গাডের পানায়িক্কোট্টালা ওয়ার্ডে বিজেপির প্রচার কার্যে সক্রিয় ছিলেন এবং দীর্ঘদিন ধরেই বিজেপির নিবেদিত কর্মী হিসেবে পরিচিত। রবিবার গভীর রাতে, প্রায় রাত দু’টোর সময়, তিনি নিজের কবজি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। অভিযোগ, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর তাঁর নাম বাদ দেওয়া হয় এবং অন্য একজনকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

তাঁকে দ্রুত নেডুমাঙ্গাড মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের তৎপরতায় তিনি বর্তমানে বিপদমুক্ত। কেরলে একের পর এক বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কর্মীর আত্মহত্যায় বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। কখনও সঙ্ঘ শাখায় যৌন হেনস্থা, কখনও বিজেপির মাটি মাফিয়ার বিরুদ্ধে কথা বলার জন্য নির্যাতন করা হচ্ছে দলেরই কর্মীদের। আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন একের পর এক বিজেপি কর্মী। এই আত্মহত্যার সংখ্যা কোথায় গিয়ে থামবে, তা কেউ জানেনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen