ডাহা ফেল করল গেরুয়া নেতাদের বঙ্গের দুর্গাপুজো দখলের চেষ্টা?

দোরগোড়ায় দুগ্গা পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

September 18, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ডাহা ফেল করল গেরুয়া নেতাদের বঙ্গের দুর্গাপুজো দখলের চেষ্টা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোরগোড়ায় দুগ্গা পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। কারণ পুজো মিটলে আর ছ’মাসও বাকি থাকবে না লোকসভা ভোটের। কিন্তু বিজেপির পুজো কমিটি দখলের পরিকল্পনা কার্যত মাঠে মারা যাচ্ছে। দিল্লির নেতাদের পরামর্শে বাংলার বড় বড় পুজো কমিটিগুলিতে গেরুয়া কর্মী-সমর্থকদের ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল মোদীর দল। আর্থিক অনুদান, নানান কেন্দ্রীয় মন্ত্রকের তরফে মোটা টাকার বিজ্ঞাপন, জাতীয় স্তরের কেউকেটা নেতা-নেত্রীদের দিয়ে পুজোর উদ্বোধনসহ একাধিক টোপ দেওয়া হয়েছিল বিভিন্ন পুজো উদ্যোগক্তাদের। কিন্তু টোপে কাজ হয়নি! বেশিরভাগ ক্ষেত্রেই পুজো উদ্যোক্তারা সেই টোপে বিশেষ পাত্তাটাত্তা দেননি।

উল্টোদিকে, পুজো কমিটিতে যোগদানের প্রস্তাব দিতে গিয়ে স্থানীয় গেরুয়া নেতারা অস্বস্তিতে পড়েছে। বাংলার প্রায় ৪০ হাজার পুজো কমিটিকে এককালীন আর্থিক সহায়তা ১০ হাজার বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হয়েছে। পুজোর অনুমতি মিলছে সহজে, বিদ্যুৎ বিলে ছাড়সহ একাধিক সুবিধা দিচ্ছে রাজ্যে। যার জেরে বিজেপির পুজো কমিটি দখলের মিশন ফেল করেছে।

বিজেপির অন্দরে খবর, যে’সব পুজো কমিটির সঙ্গে বিজেপিকে যুক্ত করার পরিকল্পনা হয়েছিল, তাদের বেশিরভাগই রাজি হয়নি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে জনসংযোগের পরিকল্পনা কার্যত ফ্লপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen