BJP: বিজেপির ওপর ক্ষুব্ধ ভারতী ঘোষ, ‘অদৃশ্য হাত’-এর অভিযোগ তুললেন
এই বিষয়ে তিনি কেবল নেতৃত্বই নয়, সাধারণ কর্মী এবং সমর্থকদের মতামতও চেয়েছেন, যা এই অন্তর্দ্বন্দ্বকে আরও প্রকাশ্য করে দিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০০: প্রাক্তন IPS অফিসার এবং বর্তমানে বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ সামাজিক মাধ্যমে (Social Media) নিজের দলের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর এই অভিযোগ রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, দলের মহিলা মোর্চার (Mahila Morcha) সঙ্গে তাঁর দূরত্বই এই প্রকাশ্য ক্ষোভের মূল কারণ।
সম্প্রতি বিজেপি মহিলা মোর্চার আয়োজিত একটি নারী শক্তি সম্মেলনে তাঁকে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতী। জাতীয় মুখপাত্র পদে থাকা সত্ত্বেও রাজ্য দলীয় নেতৃত্বের তরফ থেকে তাঁর প্রতি এই উপেক্ষা নিয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি। ভারতী তাঁর ফেসবুক (Facebook) পোস্টে সরাসরি বলেছেন, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি (National Library) প্রাঙ্গণে আয়োজিত এই ইভেন্টে (Event) তাঁকে সম্পূর্ণরূপে ‘ভুলে যাওয়া’ হয়েছে।
তাঁর পোস্টটি আরও ইঙ্গিত বহন করছে যে, এই ব্রাত্য রাখার পিছনে দলের ভেতরেই কারও ‘অদৃশ্য হাত’ থাকতে পারে। এই বিষয়ে তিনি কেবল নেতৃত্বই নয়, সাধারণ কর্মী এবং সমর্থকদের মতামতও চেয়েছেন, যা এই অন্তর্দ্বন্দ্বকে আরও প্রকাশ্য করে দিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনাটি বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীগত দ্বন্দ্বেরই একটি প্রকাশ। ভারতী ঘোষ ২০১৯ সালে মুকুল রায়ের মাধ্যমে দলে যোগ দিলেও, বর্তমান রাজ্য নেতৃত্বে মুকুল ঘনিষ্ঠদের প্রভাব হ্রাস পাওয়ায়, তাঁর মতো নেতাদেরও কোণঠাসা করা হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। ভারতীর এই সোশ্যাল মিডিয়া (Social Media) বিস্ফোরণ দলের অন্দরমহলে চলমান ক্ষমতার লড়াইয়ের দিকেই নির্দেশ করে।