BREAKING বারানসিতে মোদীই প্রার্থী, কাঁথিতে সৌমেন্দু, বাংলায় BJP-র প্রার্থী আর কারা?

BREAKING বারানসিতে মোদীই প্রার্থী, কাঁথিতে সৌমেন্দু, বাংলায় BJP-র প্রার্থী আর কারা?

March 2, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রত্যাশামতোই শনিবার সন্ধেবেলা দিল্লিতে বিজেপির দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রথম প্রার্থী তালিকা, যাতে নাম ছিল ১৯৫ জন প্রার্থীর।

এদিন জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বারাণসী থেকেই প্রার্থী হবেন। এদিনের তালিকায় ৩৪ জন মন্ত্রী এবং ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হল। মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো শনিবার।

দেখে নিন বাংলার ২০ আসনে বিজেপির প্রার্থী তালিকা

কোচবিহার – নিশিথ প্রামানিক

আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা

বালুরঘাট – সুকান্ত মজুমদার

মালদহ উত্তর – খগেন মুর্মু

মালদহ দক্ষিণ – শ্রীরূপা ভাণ্ডারি

বহরমপুর – নির্মল কুমার সাহা

মুর্শিদাবাদ – গৌরীশঙ্কর ঘোষ

রানাঘাট: জগন্নাথ সরকার

বনগাঁ – শান্তনু ঠাকুর

জয়নগর – অশোক কাণ্ডারি

হাওড়া – রথীন চক্রবর্তী

যাদবপুর – অনির্বাণ গঙ্গোপাধ্যায়

হুগলি – লকেট চ্যাটার্জি

কাঁথি – সৌমেন্দু অধিকারী

ঘাটাল – হিরণ চ্যাটার্জি

বাঁকুড়া – সুভাষ সরকার

বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ

আসানসোল – পবন সিং

বোলপুর – পিয়া সাহা

পুরুলিয়া – জ্যোতির্ময় মাহাত

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen