পঞ্চায়েতেই দক্ষিণবঙ্গে প্রার্থীর হাহাকার, উত্তরেও সব আসনে প্রার্থী নেই BJP-র?
দলের এহেন হাল দেখে, দিল্লির গেরুয়া নেতারা বেশ চিন্তিত হয়ে পড়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জুলাইয়ের আট তারিখ পঞ্চায়েত ভোট, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার নিরিখে তুলনায় দুর্বল জেলা খোঁজার কাজ শুরু করেছিল বিজেপি। খোঁজ শুরু করতেই বিজেপি রীতিমতো ভয় কাঁপছে, কারণ দেখা যাচ্ছে বাংলার কোনও জেলাতেই ১০০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। হাওড়া, বর্ধমান, বীরভূম, দুই ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদের মতো একাধিক জেলায় বিজেপির সংগঠনের হাল অত্যন্ত খারাপ। দলের এহেন হাল দেখে, দিল্লির গেরুয়া নেতারা বেশ চিন্তিত হয়ে পড়েছে।
বছরখানেক বাদে লোকসভা ভোট। এই সাংগঠনিক পরিস্থিতি নিয়ে লড়াই হবে কী করে? প্রশ্ন উঠছে বিজেপির অন্দরেই। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ৯০ শতাংশের বেশি আসনেই প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলায় ৮০ শতাংশের বেশি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। মালদহ এবং উত্তর দিনাজপুরে ৫০ শতাংশ আসনে প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি। জঙ্গলমহলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ৭০ শতাংশেরও বেশি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের সংগঠনের উপর ভর করে লোকসভা নির্বাচনে যে লড়াই করা যাবে না, তা জানে বিজেপি শীর্ষ নেতারা। দক্ষিণবঙ্গে গেরুয়া শিবিরে হাহাকার চলছে। মুর্শিদাবাদে মাত্র ২৯ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বীরভূমে ৪৫ শতাংশ আসনে। অর্থাৎ, দক্ষিণবঙ্গের বিজেপি সংগঠনে কার্যত ধস নেমেছে। সব আসনে প্রার্থী দিতে না পারার ব্যর্থতা ঢাকতেই ৭০ বা ৮০ শতাংশের বেশি আসনে প্রার্থী দেওয়ার পরিসংখ্যানকে ফলাও করে দেখাচ্ছে বঙ্গ বিজেপি।