দুর্গা পুজোর পর এবার লক্ষ্মী পুজোতেও ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মীরা

দুটি ক্ষেত্রেই বিজেপির হার্মাদের তাণ্ডবের হাত থেকে তাঁদের পরিবারের লোকেরাও রেহাই পাননি।

October 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

দুর্গা পুজোর পর এবার লক্ষ্মী পুজোতেও ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরার খোয়াই জেলার জাম্বুরা গ্রামে সুশীল মোদকের বাড়িতে হামলা চালানো হয়। একইভাবে এদিন বিজেপির পাশবিক হামলা হয়েছে খয়েরপুরের বনিক্ক চৌমুহনীতে দুলাল দসের বাড়িতেও।তাঁর দোকান ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। এই দুটি ক্ষেত্রেই বিজেপির হার্মাদের তাণ্ডবের হাত থেকে তাঁদের পরিবারের লোকেরাও রেহাই পাননি। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বিজেপির এই বর্বরোচিত তাণ্ডবের তীব্র প্রতিবাদ জানিয়ে ত্রিপুরায় দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক জানান, ত্রিপুরায় চম্বলের রাজত্ব চলছে। এখানে আইনের শাসন বলে কিছু নেই। পুলিশ-প্রশাসন দলদাসে পরিনত হয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করার অপরাধে প্রায় রোজই দলের কোনও না কোনও নেতা-কর্মীর বাড়িতে হামলা হচ্ছে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। তবে এসব করে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। ২০২৩ এ বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মানুষ এর জবাব দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen