দলের প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসেও বিজেপি’র গোষ্ঠীকোন্দল

আরেকপক্ষের দাবি, এমন পবিত্র দিনে বিজেপির কর্মসুচিতে বাধা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কুৎসা করা হচ্ছে। দু’পক্ষের বাদানুবাদে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে।

July 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দলের প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসেও বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল। বুধবার ভবানীপুরে ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২১তম জন্মদিবস ঘিরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাঁর বাসভবনে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন হিন্দু মহাসভার সদস্যরা।

এদিন সকাল ১১টার পর তাঁদের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন তাঁরা। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তারপরই তাল কাটল। বাসভবনের বাইরে একাধিক পোস্টার। যাতে শ্যামাপ্রসাদকে নিয়ে রাজনীতি না করার বার্তা তো রয়েইছে, নাম না করে যাঁকে নিশানা করা হয়েছে, তিনি শুভেন্দু অধিকারী। পোস্টারে লেখা রয়েছে ‘দুর্নীতিবাজ গো ব্যাক’। তাঁরা শ্লোগান দিতে থাকেন, শ্যামাপ্রসাদকে নিয়ে রাজনীতি চলবে না। যে বা যারা সেটা করছে, তারা ‘গদ্দার’।

আরেকপক্ষের দাবি, এমন পবিত্র দিনে বিজেপির কর্মসুচিতে বাধা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কুৎসা করা হচ্ছে। দু’পক্ষের বাদানুবাদে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। পালটা হুঁশিয়ারিতে তপ্ত পরিস্তিতি সামলাতে পুলিশকে আসরে নামতে হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen