বিজেপি “রাজবংশী বিরোধী” অভিযোগ করে দল ছাড়লেন উত্তরবঙ্গের ইন্টেলেকচুয়াল সেলের নেতা

বিধানসভা ভোটের মুখে শিলিগুড়িতে ভাঙন ধরল পদ্ম শিবিরে।

February 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা ভোটের মুখে শিলিগুড়িতে(Siliguri) ভাঙন ধরল পদ্ম শিবিরে। বুধবার বিজেপির(BJP) নর্থ বেঙ্গল ইন্টেলেকচুয়াল সেলের(North Bengal Intellectual Cell) আহ্বায়ক নলিনীরঞ্জন রায়(Nalini Ranjan Roy) সহ দু’জন দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে(TMC) শামিল হয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব(Gautam Deb)। বিজেপি অবশ্য এটাকে গুরুত্ব দিতে নারাজ। তারা পাল্টা তৃণমূলে ভাঙন ধরানোর হুমকি দিয়েছে। ভোটের ময়দানে এ নিয়ে জোর শোরগেলা পড়েছে। 

এদিন শিলিগুড়ি শহরে দলের জেলা পার্টি অফিসে একটি যোগদান শিবিরের আয়োজন করে তৃণমূল। ওই শিবিরে শামিল হন বিজেপি ত্যাগ করা নলিনীরঞ্জনবাবু। শহরেই তাঁর বাড়ি। দীর্ঘদিন তিনি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর হাতে দলীয় ঝাণ্ডা তুলে দেওয়ার পর পর্যটনমন্ত্রী বলেন, উনি দীর্ঘদিন ধরে বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের দায়িত্বে ছিলেন। তাঁর অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে পারব। এছাড়া বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক নন্দন দাস এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। তৃণমূল নেতারা বলেন, ভোটের আগেই আরও কয়েকজন বিজেপি নেতা তৃণমূলে শামিল হবেন। ইতিমধ্যে তাঁরা যোগাযোগ করেছেন।

বিজেপি অবশ্য এ নিয়ে ভাবায়িত নয় বলে জানিয়েছে। দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক আনন্দময় ঘোষ বলেন, ওই দুই নেতা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন। তাঁরা তৃণমূলে যোগ দেওয়ায় দলের তেমন ক্ষতি হবে না। তাছাড়া তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে আসছেন।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen