বিজেপি হল ভারতীয় জাঙ্ক পার্টিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির চাকরির প্রতিশ্রুতিকে কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচন এলে বিজেপি বলে চাকরি দেবে, টাকা দেবে, বিনা পয়সায় সব পরিষেবা দেবে, মতুয়ারা নাগরিক হবে। নির্বাচন শেষ হলে ডুগডুগি বাজিয়ে পালিয়ে যায়।

January 11, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

একুশের নির্বাচনের আগে জেলায় জেলায় সভা করছেন মমতা। উত্তরবঙ্গ, জঙ্গলমহলের পর আজ রানাঘাটে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজকের সভায় প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং করে গেলেন তৃণমূল AITC) সুপ্রিমো। মতুয়া মন পেতে মমতা এদিন এনপিআর (NPR) থেকে এনআরসি (NRC) সহ উদ্বাস্তু ইস্যুতে একাধিক বক্তব্য রাখেন। পাশপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিকেও একহাত নিতেও ছাড়েননি।

মমতা বলেন, তৃণমূলে আজ যে কালো, বিজেপিতে (BJP) গেলে ভালো। বিজেপির কোনও জুড়ি নেই মিথ্যে বলায়। কিছু লোক এখন ওদের দলে গেছে। তাদের অনেক টাকা। তাই তাদের সিবিআই, ইডি দিয়ে ভয় দেখাচ্ছে আর দলে নিচ্ছে। কালো টাকা সাদা করতে ওরা বিজেপিতে গেছে। বিজেপি হল ভারতীয় জাঙ্ক পার্টি।

বিজেপির চাকরির প্রতিশ্রুতিকে কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচন এলে বিজেপি বলে চাকরি দেবে, টাকা দেবে, বিনা পয়সায় সব পরিষেবা দেবে, মতুয়ারা নাগরিক হবে। নির্বাচন শেষ হলে ডুগডুগি বাজিয়ে পালিয়ে যায়।

মমতা আজ আবার স্পষ্ট করে বলেন, যারা এত বছর এই দেশে আছেন তাঁরা তো নাগরিক, আবার নাগরিকের কী মোয়া বিজেপি দেবে? অসমে ২২ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে এনআরসি করে। এর মধ্যে ১৯ লক্ষ বাঙালি। আমরা বাংলায় মানুষের অধিকার কাড়তে দেব না। আমি রাস্তায় নেমে মিছিল করেছি এই আইনের প্রতিবাদে। আমরা সবাই নাগরিক।

মুখ্যমন্ত্রী  বলেন, স্বাস্থ্য সাথী প্রকল্প সম্পূর্ণ আমরা নিজের খরচে চালাই। মানুষ খুন করে আয়ুষ্মান দেবে বিজেপি? আইসিডিএসের টাকা আমরা ৬০ শতাংশ দিই, গত মাসেই মাইনে বাড়িয়েছি। আমাদের কাছে রাজনীতির থেকে মানবিকতা বড়।

সকলকে তিনি আহ্বান জানান, যারা এনআরসি করে মানুষ তাড়াতে চাইছে, আমরা ওদের গণতন্ত্রের মাধ্যমে তাড়াব। আমি নাটক করতে গরীবদের বাড়ি যাই না। আমি সেজেগুজে, বাইরে থেকে খাবার, জল নিয়ে, ক্যামেরা সঙ্গে নিয়ে গরীবদের বাড়ি যাই না। মানুষের জন্য কাজ করতে রাস্তায় নামতে হয়।

তিনি বলেন, গ্রামে গিয়ে বহিরাগতরা কুৎসা করছে। ওদের জিজ্ঞেস করুন তুমি কি দিলে? ওরা আপনার টাকা আপনাকে দিয়ে আপনার ভোট কিনতে এসেছে। বিজেপি কী সোনার বাংলা তৈরি করবে? সোনার বাংলা আছেই, এবার বিশ্ব বাংলা হচ্ছে।

কৃষি আইন প্রসঙ্গেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হরিয়ানার কৃষকদের বেলায় বিজেপি কোথায়? এই ঠাণ্ডায় আন্দোলনরত কৃষকদের ওপর জলকামান, কাঁদানে গ্যাস, গুলি, লাঠি চালিয়েছেন। এমন তিনটে বিল এনেছে, কৃষকদের চাষ যে কেউ লুটে নিয়ে যাবে। আমাদের হাত থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিয়েছে। আগামী দিন ৭৬-এর মনন্ত্বর আসতে চলেছে দেশে।

তিনি বলেন, দেশে একনায়কতন্ত্র চলছে। কেউ ওদের ভোট দেবে না। বাংলা বাংলার মত চলবে। ওরা ভারতের বুকে একমাত্র আমাকে ভয় পায় কারণ আমি মাথা বিক্রি করি না। বাংলাকে শেষ করতে আমি দেব না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen