টাকা দিয়ে উজ্জ্বলা গ্যাস, বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী

দীপঙ্করকে ১০০০ টাকা দেবার পরেই আবেদনকারীকে উজ্জ্বলা গ্যাসের সিলিন্ডার দেওয়া হয় বলে অভিযোগ।

July 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রধানমন্ত্রীর উজ্জ্বলা গ্যাস যোজনা পরিষেবা টাকার বিনিময়ে পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি কর্মীকে। জলপাইগুড়ির বেলাকোবার বাসিন্দা দীপঙ্কর দাস নামে এক বিজেপির আইটি সেলের সদস্যের নাম এই অভিযোগ উঠছে বলে জানা গেছে । দীপঙ্কর দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে তাঁকে৷

জানা গিয়েছে, জলপাইগুড়ি বেলাকোবারই এক বাসিন্দা সম্প্রতি উজ্জ্বলা গ্যাসের সংযোগ পেতে আবেদন করেন, যা বিনামূল্যে মেলার কথা। অভিযুক্ত দীপঙ্কর দাস আবেদনকারীকে জানান যে তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। এরপর দীপঙ্করকে ১০০০ টাকা দেবার পরেই আবেদনকারীকে উজ্জ্বলা গ্যাসের সিলিন্ডার দেওয়া হয় বলে অভিযোগ।

আবেদনকার যখন পরে জানতে পারেন যে এই পরিষেবা বিনামুল্যে পাওয়ার কথা, সে দীপঙ্করের দোকানে গিয়ে প্রতিবাদ জানায় এবং ওই দোকানের ভিডিও করে। তাতেও দেখা গিয়েছে, দীপঙ্করের দোকানে প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে। দীপঙ্করের বিরুদ্ধে রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন আবেদনকারী।

এরপরেই রাজগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত দীপঙ্কর দাসকে গ্রেপ্তার করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen