বিজেপি নেতা জন বার্লার সঙ্গে মাদারিহাট উপ নির্বাচনে তৃণমূল প্রার্থীর হাসিমুখে করমর্দন! ‘স্নায়ুচাপ’ বাড়ছে গেরুয়া শিবিরের

শাসকদলের দাবি, শীঘ্রই তৃণমূলে ফিরতে চলেছেন আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা।

November 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিন্নাগুড়িতে তৃণমূল প্রার্থীর সঙ্গে কথা বললেন বার্লা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভায় উপ নির্বাচন। ভোট হবে আলিপুর দুয়ারের মাদারিহাটেও। আর সেই ভোটের আগেই উত্তরবঙ্গ বিজেপিতে বড়সড় ভাঙনের ইঙ্গিত! শাসকদলের দাবি, শীঘ্রই তৃণমূলে ফিরতে চলেছেন আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। মোদীর মন্ত্রিসভার প্রতিমন্ত্রীও ছিলেন। তার আগে অবশ্য তৃণমূলেই ছিলেন জন।

একদিকে নিজেকে মাদারিহাটের ভোট প্রচার থেকে সরিয়ে রাখা এবং পাশাপাশি জেলা নেতৃত্বকে আক্রমণ। সেইসঙ্গে সোমবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে স্নায়ুচাপ বাড়িয়েছিলেন গেরুয়া শিবিরের নেতাদের। আর বুধবার বিন্নাগুড়িতে প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বিক্ষুব্ধ বিজেপি নেতা জন বার্লাকে দেখা গেল মাদারিহাট উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে হাসিমুখে করমর্দন করতে। শুধু তাই নয়, প্রকাশ্যেই তৃণমূল প্রার্থীর প্রশংসা করেন তিনি। এঘটনায় ডুয়ার্সের রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে।

যদিও বিষয়টি নিয়ে বারলা কোনও মন্তব্য করতে চাননি। জেলার প্রবীণ তৃণমূল নেত্রী তথা জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী বলেন, আমরা দলের প্রার্থীকে নিয়ে বিন্নাগুড়িতে প্রচার চালাচ্ছিলাম। সেখানে একটি দোকানে বারলার সঙ্গে দেখা হয়। তিনি আমাদের প্রার্থীর সঙ্গে করমর্দন করেছেন। আমাদের প্রার্থীর প্রশংসা করেছেন। আমরা বারলার কাছে সহযোগিতা চেয়েছি। এর বেশি কিছু বলা যাবে না। এ নিয়ে বিজেপির আলিপুরদুয়ারের সভাপতি তথা সাংসদ মনোজ টিগ্গা বলেন, বিজেপির ভোট হয় নিজের দলের সংগঠনের জোরে। মাদারিহাটে আমাদের সংগঠন যথেষ্টই মজবুত। সেই জোরেই আমরা জিতব। কে, কী করছেন, তাতে কিছু যায় আসে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen