নিজের মেয়েকে যৌন নির্যাতন! বিষ্ণুপুরে BJP নেতার গ্রেপ্তারিতে বিপাকে পদ্মশিবির

লোকসভা নির্বাচনের আবহে স্থানীয় বিজেপি নেতার এহেন কর্মকান্ডে শোরগোল পড়ে গিয়েছে বিষ্ণুপুর এলাকায়।

May 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিজের মেয়েকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। এই ঘটনায় হতবাক এলাকাবাসী। বাঁকুড়ার বড়জোড়া পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতির ছেলে অরূপ সমাদ্দারকে তাঁর নাবালিকা মেয়ে দশম শ্রেণির ছাত্রীকে (১৬) যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে বড়জোড়া থানার পুলিশ। ২০ মের কয়েকদিন আগের এই ঘটনায় বিপাকে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের আবহে স্থানীয় বিজেপি নেতার এহেন কর্মকান্ডে শোরগোল পড়ে গিয়েছে বিষ্ণুপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা অরূপ সমাদ্দার পেশায় রাজমিস্ত্রি। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবেই পরিচিত। গত শনিবার বড়জোড়া থানায় এসে বাবার এই কুকীর্তির কথা জানায়। ধৃত বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের মানাচরের রামকৃষ্ণপল্লির বাসিন্দা। মেয়ের অভিযোগ, গত কয়েক বছর ধরে বেড়েই চলেছিল বাবার যৌন নির্যাতন। বারণ করলেও শুনছিল না তার বাবা। যৌন নিগ্রহের জেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল সে। পুলিশ সূত্রে খবর, পকসো আইনের একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতকে জেরা করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা হচ্ছে। এই ঘটনায় বিজেপির নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহলও। তাদের প্রশ্ন, যারা নারী নির্যাতন নিয়ে ভাষণ দেন, তাদেরই দলের নেতারা কী করে যৌন নির্যাতন করেন? বিজেপির মিথ্যাচারের কোনও সীমা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen