বাগডোগরায় পানীয় জলের অবৈধ ব্যবসা চালাচ্ছে BJP নেত্রী? উঠছে অভিযোগ

কতটা সুরক্ষিত সেই জল? খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। লোকসভা ভোটের মুখে এই ঘটনায় স্থানীয় এলাকায় চাপে বিজেপি।

March 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাগডোগরায় পানীয় জলের অবৈধ ব্যবসা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গে পানীয় জলের অবৈধ ব্যবসা চালাচ্ছেন BJP নেত্রী? উঠছে অভিযোগ। লোয়ার বাগডোগরায় গোঁসাইপুর মণ্ডলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির দলীয় প্রভাব খাটিয়ে বাগডোগরায় তিনি পানীয় জলের অবৈধ ব্যবসা করছেন। কোনও রকম লাইসেন্স ছা‌ড়াই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া’র (এফএসএসএআই) ভুয়ো লোগো ব্যবহার করা হচ্ছে জলের জারে। কতটা সুরক্ষিত সেই জল? খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। লোকসভা ভোটের মুখে এই ঘটনায় স্থানীয় এলাকায় চাপে বিজেপি।

বিরোধীরা তদন্তের দাবি জানিয়েছে। বিজেপি নেত্রী রেখা রায় সিংহ খোদ অনিয়মের কথা স্বীকার করেছেন। তাঁর সাফাই, ছেলেকে নাকি বারবার সতর্ক করেছিলেন। ভুল হয়েছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত জার থেকে সরকারি স্টিকার খুলে ফেলা ওটা বলেও জানাচ্ছেন গেরুয়া নেত্রী। জানা গিয়েছে, বাগডোগরার গোঁসাইপুরের রূপসিংজোত এলাকায় দু’মাস আগে পানীয় জলের প্লান্ট বসান বিজেপি নেত্রী। এফএসএসএআইয়ের লোগো দেওয়া ২০ লিটারের জারে বাড়ি বাড়ি জল বিক্রি শুরু হয়। ব্যবসাও বাড়তে থাকে। মানুষজন জল বাড়িতে রাখতে শুরু করেন। গ্রামের বহু পরিবার সেই জলই পান করেছেন গত দু’মাস ধরে।

উল্লেখ্য, জলের প্লান্ট চালানোর বেশ কিছু নিয়ম রয়েছে। বিআইএস সার্টিফাইড হতে হয়। জলের মান পরীক্ষার জন্য মাইক্রো বায়োলজি ল্যাব থাকা বাধ্যতামূলক। এহেন ঘটনাকে কেন্দ্র করে গ্রামে হইচই পড়ে গিয়েছে। আম জনতার সাফ কথা, জলের অপর নাম জীবন। জীবন নিয়ে খেলার অধিকার কারও নেই। লাইসেন্স নেই, তাও লোগো ব্যবহার? তদন্তের দাবি স্থানীয়দের। সোমবার ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া ওটা বলেও জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen