সেচ দপ্তরে দুর্নীতিতে গ্রেপ্তার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল
তার পরই শনিবার রাখাল বেরাকে গ্রেপ্তার করে মানিকতলা থানার পুলিস । শুধু সুজিত নয়, কমবেশি ৬০ জনের সঙ্গে রাখাল প্রতারণা করেছেন বলে অভিযোগ।

রাজ্যের সেচমন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ রাখাল বেরাকে বিপুল দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করল মানিকতলা থানার পুলিশ।
টাকা দিয়ে সেচ দফতরের চাকরি মিলছে বলে জানতে পারেন অশোকনগরের বাসিন্দা সুজিত দে। যোগাযোগ করেন সেচমন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রায় সর্বক্ষণের সঙ্গী রাখাল বেরা এবং চঞ্চল বেরার সঙ্গে। কিন্তু টাকা দেওয়ার পরেও চাকরি পাননি বলে অভিযোগ সুজিতের। পুলিসকে তিনি জানিয়েছেন, সেচ দফতরে প্রথমে চুক্তিভিত্তিক পরে স্থায়ী চাকরি প্রতিশ্রুতি দেন রাখাল বেরা। দুই কিস্তিতে ২ লক্ষ টাকা নিয়েছিলেন। তবে চাকরি পাননি। টাকা ফেরত দেননি রাখাল বেরা। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিস। হোয়াটসঅ্যাপে কথোপকথন ও অন্যান্য প্রমাণ হাতে আসে তদন্তকারীদের।
তার পরই শনিবার রাখাল বেরাকে গ্রেপ্তার করে মানিকতলা থানার পুলিস । শুধু সুজিত নয়, কমবেশি ৬০ জনের সঙ্গে রাখাল প্রতারণা করেছেন বলে অভিযোগ। তবে রাখাল প্রভাবশালী হওয়ায় বাকিরা প্রকাশ্যে আসতে চাইছেন না। কলকাতা পুলিশ (kolkata Police) সূত্রে জানা গিয়েছে তদন্তের প্রয়োজনে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে।