মুকুলের নাম শুনেই ফোন কাটছেন গেরুয়া শিবিরের নেতারা

সূত্রের খবর, মুকুল রায়ের তৃণমূল ভবনে যাওয়ার কথা সামনে আসতেই তাঁকে ফোন করেন বহু BJP নেতা। কিন্তু সেই ফোন তিনি তোলেননি বলেই জানা গিয়েছে।

June 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

তৃণমূল ভবনে প্রবেশ করেছেন মুকুল রায়। এদিকে BJP-তে মুখে কুলুপ সকলেরই।মুকুল রায়ের নাম শুনেই ফোন কাটছেন গেরুয়া শিবিরের নেতারা। এমনকী, অনেকেই সযত্নে প্রশ্ন এড়িয়ে বলছেন, ‘দল নির্দেশ দেওয়ার পরেই এই বিষয়ে কিছু বলব। হয়ত কাল থেকে প্রতিক্রিয়া দেওয়া শুরু করব।’ এই পরিস্থিতিতে মুকুল রায় নিয়ে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন BJP মন্ত্রী!

মুকুল রায়ের তৃণমূলে ফেরার জল্পনা নিয়ে সংবাদ মাধ্যমকে BJP নেতা জয়প্রকাশ মজুমদার বললেন, ‘এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেব না’। অন্যদিকে, দিলীপ ঘোষকে ফোন করেও সাড়া মেলেনি। যদিও আজ সকালেই নিউটাউনে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ বলেছিলেন, ‘যদি কেউ দলের সঙ্গে সুর মেলাতে না পারেন, সেটা তাঁর সমস্যা’।

এদিকে, জল্পনাকে সত্যি করে মুকুল রায় তৃণমূলে ফিরলে আরও একঝাঁক তৃণমূলত্যাগী BJP নেতা ফের তৃণমূলে ফিরতে পারেন। যাঁদের মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), সব্যসাচী দত্তরা (Sabyasachi Dutta)। ক’দিন আগেই ফেসবুকে BJP-র সমালোচনা করে জল্পনা কয়েকগুণ বাড়য়েছেন রাজীব। মুকুলের তৃণমূলে ফেরার জল্পনা প্রসঙ্গে রাজীব সংবাদ মাধ্যমকে বলেন, ‘এই ব্যাপারে জানি না। জেনে বলব’। তিনি কি তৃণমূলে ফিরছেন? কালীঘাটে যাচ্ছেন? রাজীবের মন্তব্য, ‘আমি যাব কিনা জানা নেই’।

এদিকে মুকুল রায় যখন তৃণমূল ভবনে তখন এই নেতাকে নিয়ে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। কিন্তু সেই প্রশ্নও এড়িয়ে যান তিনি। তিনি বলেছেন রাজ্যের বিষয়ে কোনও মন্তব্য করব না। মোটের উপর মুকুল রায়ের নাম শুনেই মুখে কুলুপ আঁটছেন সকলেই। সূত্রের খবর, মুকুল রায়ের তৃণমূল ভবনে যাওয়ার কথা সামনে আসতেই তাঁকে ফোন করেন বহু BJP নেতা। কিন্তু সেই ফোন তিনি তোলেননি বলেই জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen