মুখে বিরোধিতা করলেও দুয়ারে সরকারের ফর্ম ফিল-আপ করছেন বিজেপি নেতারাই

এবার বনগাঁতে খোদ বিজেপি নেতা-নেত্রীরা সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে এগিয়ে এলেন।

September 9, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

রাজ্যজুড়ে চলছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar Camp) প্রকল্পের কাজ। দিন কয়েক আগে দেখা গিয়েছিল, মেদিনীপুরে বামকর্মীরা ‘দুয়ারে সরকারে’র কাজে সাহায্য করছেন। এবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে একই কাজ করলেন বিজেপি নেতাকর্মীরাও।

বুধবার বনগাঁ কালুপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর উচ্চ বিদ্যালয়ে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের শিবির করা হয়েছিল। সেখানে আমজনতাকে সাহায্য করতে দেখা গেল বিজেপি নেতাদের। ছিলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির সদস্য অর্ণব সুর, কালুপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য লতিকা সুর, প্রসেনজিৎ বিশ্বাস, হরিদাস রায়রা। বহু মানুষের ফর্ম ফিলাপে সাহায্য করলেন তাঁরা। জানালেন বহু প্রকল্প সম্পর্কে। সরকারি প্রকল্পের কাজে বিজেপি নেতাদের সহযোগিতা করতে কার্যত হতবাক গ্রামের বাসিন্দারা।

এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্ণব সুর বলেন, “আমরা জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি। রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের পাশে থাকাটাই রাজনীতি।” বিজেপি নেত্রী লতিকা সুরের কথায়, “মানুষের জন্য দল। দলের জন্য মানুষ নয়৷ মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে৷ তাই এখানে এসে সকাল থেকে সাধারণ মানুষদের সহযোগিতা করছি।” কালুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সঞ্জয় মণ্ডল বলেন, “আমাদের সরকার মানুষের উন্নয়নের কথা বলে। আজ আমাদের পাশাপাশি বিজেপি নেতারা এসে সহযোগিতা করছে।”

প্রকল্পের সুবিধা সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে এগিয়ে এসেছিল সিপিএম (CPIM)। দুয়ারে সরকার প্রকল্পে শামিল হয়েছিল তারা। এমনই অভিনব সৌজন্যের রাজনীতির সাক্ষী ছিল পশ্চিম মেদিনীপুরবাসী (Paschim Medinipore)। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল-সিপিএমের এহেন ঘনিষ্ঠতা নিসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার বনগাঁতে খোদ বিজেপি নেতা-নেত্রীরা সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে এগিয়ে এলেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝে এমন ছবি নিসন্দেহে নজিরবিহীন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen