দিলীপ ঘোষের খাসতালুকে পঞ্চায়েত হারালো বিজেপি

ওই গ্রাম পঞ্চায়েতের মোট পাঁচটি আসনের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তিনটি আসনে জয়লাভ করেছিল বিজেপি এবং দুটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস।

July 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাঁকুড়া থেকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে ভাঙ্গন ধরেছে বিজেপির প্রতিটি জেলার সংগঠনে। আরো একবার দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত ঝাড়গ্রাম (Jhargram) এর দুটি গ্রাম পঞ্চায়েতের থেকে ক্ষমতা হারালো বিজেপি। তাও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে।

ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রামপঞ্চায়েত দখল করলো তৃণমূল (TMC)। নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের জারুলিয়া সংসদের নির্বাচিত বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং তার অনুগামীদের নিয়ে সোমবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যার ফলে বিজেপি পরিচালিত নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতেটি বিজেপির হাতছাড়া হয় এবং দখল করে তৃণমূল ।

ওই গ্রাম পঞ্চায়েতের মোট পাঁচটি আসনের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তিনটি আসনে জয়লাভ করেছিল বিজেপি এবং দুটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা দুই থেকে বেড়ে তিন জন হলো এবং বিজেপির (BJP) আসন সংখ্যা তিন থেকে এক কমে দুই হল।

সোমবার ঝাড়গ্রামে তৃণমূলের কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং ও তার অনুগামীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen