জায়ের বাবাকেই নিজের ‘বাবা’ সাজালেন BJP নেত্রী! বনগাঁয় SIR তালিকা নিয়ে তুঙ্গে বিতর্ক

December 9, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৮: জা-এর বাবাকে নিজের বাবা সাজিয়ে এসআইআর (SIR) তালিকায় নাম তোলার অভিযোগ উঠল এক বিজেপি (BJP) নেত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত নেত্রীর নাম মমতা মণ্ডল (Mamata Mandal)। এই ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল পড়ে গিয়েছে জেলা রাজনীতিতে। মঙ্গলবার এই মর্মে স্থানীয় মহকুমাশাসকের (SDO) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

প্রশাসন সূত্রে খবর, রাজ্যে এনুমারেশন ফর্ম (Enumeration form) ফিলআপ সংক্রান্ত কাজ প্রায় শেষ লগ্নে। ঠিক সেই সময়েই সামনে এল এই জালিয়াতির অভিযোগ। অভিযুক্ত মমতা মণ্ডল ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুর ৯৫/৬৮ বুথের নির্বাচিত বিজেপি (BJP) সদস্য। স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের দাবি, ভোটার তালিকায় কারচুপি করতেই এমন অদ্ভূত পথ বেছে নিয়েছেন ওই নেত্রী।

ঘটনার সূত্রপাত বিএলএ-২ (BLA-2) এর তথ্যানুসন্ধান থেকে। স্থানীয় তৃণমূল (TMC) কর্মী ইমরান মন্ডল অভিযোগ করে বলেন, “আমরা বিএলএ-২ এর মাধ্যমে জানতে পেরেছি, মমতা মণ্ডল তাঁর নিজের বাবার পরিবর্তে তাঁর জা-এর বাবা গৌরাঙ্গ চৌধুরীকে ‘বাবা’ সাজিয়ে এসআইআর তালিকায় নাম তোলার আবেদন করেছেন। গৌরাঙ্গবাবু পানচিতার বাসিন্দা এবং সম্পূর্ণ ভিন্ন পরিবারের সদস্য। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কীভাবে এমন জালিয়াতি করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।”

তৃণমূলের পক্ষ থেকে অবিলম্বে ভোটার তালিকা (Voter list) থেকে মমতা মণ্ডলের নাম বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, তাঁর গ্রাম পঞ্চায়েতের সদস্যপদও যাতে খারিজ করা হয়, সেই মর্মে বনগাঁ মহকুমাশাসক তথা ইআরও (ERO)-এর কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন ইমরান মন্ডলরা। ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা তাপস মণ্ডল (Tapas Mandal) বলেন, “অন্য একজনকে নিজের বাবা পরিচয় দিয়ে ম্যাপিং করার চেষ্টা করছেন ওই বিজেপি নেত্রী। এটা জালিয়াতি ছাড়া আর কিছু নয়।”

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত বিজেপি (BJP) নেত্রী মমতা মণ্ডল। তাঁর দাবি, তিনি বিরোধী দলের সদস্য বলেই শাসকদল চক্রান্ত করছে। মমতাদেবী বলেন, “আমি বিজেপি করি, তাই আমাকে ফাঁসানো হচ্ছে। পঞ্চায়েতে আমাকে কোনও কাজও করতে দেওয়া হয় না।” তবে ২০০২ সালের ভোটার তালিকায় যে তাঁর নাম নেই, তা স্বীকার করে নিয়েছেন তিনি। তাঁর কথায়, “২০০২ সালের তালিকায় আমার নাম নেই ঠিকই, কিন্তু আমার বাবার পরিচয় আমি ঠিকই দিয়েছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen