কেতুগ্রামে বড়সড় ভাঙন বিজেপিতে

কেতুগ্রাম-১ ব্লকের পাণ্ডুগ্রাম ও রাজুর অঞ্চলের বিজেপি নেতা কর্মীরা শনিবার তৃণমূলে যোগ দিয়েছেন।

July 19, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ফের কেতুগ্রামে (Ketugram) বিজেপিতে (BJP) বড়সড় ভাঙন ধরল। শনি ও রবিবার দলের  মণ্ডল সম্পাদক, বুথ সভাপতি, সাধারণ সম্পাদক সহ একাধিক নেতা ও কয়েক হাজার কর্মী তৃণমূলে (Trinamool) যোগ দিয়েছেন। দু’দিনে  প্রায় তিন হাজার বিজেপি নেতাকর্মী যোগ দিয়েছেন বলে শাসক দলের দাবি। প্রত্যেকের দাবি, ভোটে হারার পর থেকে দলের নেতারা নিচুতলার কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন না। তাতে অনেকের মনোবল ভেঙে যাচ্ছে। বিপদে পড়া কর্মীদের পাশেও নেই নেতারা। ফোন করলেও কেউ রিসিভ করছেন না। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ব্লক নেতৃত্ব যোদানকারীদের হাতে তৃণমূলের  পতাকা তুলে দেন। 

কেতুগ্রাম-১ ব্লকের পাণ্ডুগ্রাম ও রাজুর অঞ্চলের বিজেপি নেতা কর্মীরা শনিবার তৃণমূলে যোগ দিয়েছেন। পাণ্ডুগ্রামের স্কুলে করোনা বিধি মেনেই যোগদান মেলার আয়োজন করেন ব্লক তৃণমূল নেতৃত্ব। সেখানে সামাজিক দূরত্ব বিধি মেনেই কর্মীদের বসানো হয়েছিল। প্রত্যেকের মুখে ছিল মাস্ক।  সেখানে একাধিক বিজেপির বুথ স্তরের পদাধিকারী নেতা তৃণমূলে যোগ দেন। ভোটের আগে তাঁরা প্রত্যেকেই বিজেপির হয়ে  কাজ করেছিলেন। এমনকী ভোটের সময় সক্রিয়ভাবে সমস্ত কর্মসূচিতে অংশ নেন। যদিও এই বিধানসভায় বিজেপির জয় আসেনি। ভোটের পর তাঁদের বেশিরভাগই বাড়িতেই ছিলেন। দলের নেতারা তাঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি বলে অভিযোগ। এরপর ক্ষোভে তাঁরা দল ছাড়েন। 

এ ব্যাপারে কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ বলেন, কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি, সেটা বড় কথা নয়। প্রত্যেকেই আমার বিধানসভা এলাকার বাসিন্দা। আমার আত্মীয়ের মতো। তাই ওঁদের দলে স্বাগত জানালাম। এলাকায় নতুন করে বুথ কমিটি তৈরি হবে। সেখানে প্রত্যেকেই একসঙ্গে কাজ করব। এছাড়া ওঁদের বিজেপি নেতারা ভুল বুঝিয়ে  ভোটের আগে গেরুয়া শিবিরে শামিল করেছিল। এখন তাঁরা প্রত্যেকেই ভুল বুঝতে পারছেন। তাই ফের সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগ দিয়েছেন। 

এদিন বেশ কয়েকজন বিজেপির বুথ সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বলেন, দলের হারের পর একদিনের জন্যও কেমন আছি নেতারা খোঁজ নেয়নি। তাছাড়া রাজ্যজুড়ে পেট্রপণ্যের যা দাম বেড়েছে, তার প্রতিবাদেই আমরা দল ছাড়লাম। 
কেতুগ্রাম-১ ও ২ ব্লক এলাকা থেকে হাজার হাজার কর্মী রবিবারও তৃণমূলে যোগ দেন। পাণ্ডুগ্রাম, পাঁচুন্দি, গঙ্গাটিকুরি প্রভৃতি এলাকা থেকে প্রচুর কর্মী এদিন শাসক দলের পতাকা তুলে নিয়েছেন। এছাড়া যে এলাকাগুলিতে ভোটের আগে বিজেপির বাড়বাড়ন্ত চোখে পড়ছিল, সেখান থেকেও কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। 

প্রসঙ্গত, এর আগে কেতুগ্রামের কান্দরা অঞ্চল থেকেও ভোটের আগেও কয়েক হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছিলেন। এছাড়া ভোটের পর দলীয় প্রার্থী নিয়েও ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছিল। এমনকী প্রার্থীর বিরুদ্ধে পোস্টারও সাঁটিয়েছিলেন বিক্ষুব্ধ কর্মীরা। তাই ভোটের ফলপ্রকাশ হতেই সেই ক্ষোভ আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে।  যদিও কাটোয়ার বিজেপি নেতা অনিল দত্ত বলেন, তৃণমূলের নেতারা কিছু সাধারণ মানুষকে টাকা দিয়ে এই যোগদান করাচ্ছে। অথচ বলা হচ্ছে, তারা নাকি বিজেপি কর্মী। এসব সম্পূর্ণ সাজানো নাটক চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen