দলবদলুদের প্রার্থী করাতেই ভাঙ্গছে বিজেপি, সরব উত্তরবঙ্গের বিধায়ক

দলীয় নেতৃত্বের অস্বস্তি কিছুটা হলেও বাড়িয়ে দিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক।

September 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার উত্তরবঙ্গে বিদ্রোহ বিজেপিতে (BJP) । শুভেন্দুদের 9Suvendu Adhikari) বিরুদ্ধে সরব হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে (Nikhil Ranjan Dey)। নির্বাচনের আগে প্রার্থী বাছাই নিয়ে দলীয় নেতৃত্বের সমালোচনায় সরব হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে।

দলীয় নেতৃত্বের অস্বস্তি কিছুটা হলেও বাড়িয়ে দিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক। তাঁর মতে, “যদি পুরনো বিজেপি কর্মীদের টিকিট দেওয়া হত, তাহলে দলের এই দিন দেখতে হত না। আসলে যাঁরা এখন বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন, তাঁরা কেউই আসলে বিজেপির লোক নয়। তাঁরা আসলে মনেপ্রাণে তৃণমূল।”

তিনি আরও বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বকে এমনভাবে বোঝানো হয়েছিল যে তাঁরা তা বিশ্বাস করে নিয়েছিলেন। যাঁরা এখন দল পাল্টাচ্ছেন, তাঁরা সকলেই বিশ্বাসঘাতক। এরা মানুষের বিক্ষোভের মুখে পড়বেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen