তৃণমূলের শহিদ স্মরণের মঞ্চে মেগা যোগদান? ভয়ে কাঁটা BJP

২১ জুলাই তৃণমূলের শহিদ স্মরণের সমাবেশ। যা ঘিরে উদ্বিঘ্ন বিজেপি। শোনা যাচ্ছে, রবিবার তৃণমূলের সমাবেশ মঞ্চ থেকে এক সাংসদ ও এক প্রাক্তন সাংসদ-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা জোড়াফুলের পতাকা হাতে নিতে পারেন।

July 19, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১ জুলাই তৃণমূলের শহিদ স্মরণের সমাবেশ। যা ঘিরে উদ্বিঘ্ন বিজেপি। শোনা যাচ্ছে, রবিবার তৃণমূলের সমাবেশ মঞ্চ থেকে এক সাংসদ ও এক প্রাক্তন সাংসদ-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা জোড়াফুলের পতাকা হাতে নিতে পারেন। গেরুয়া শিবিরের অন্দরে জোর জল্পনা চলছে। আশঙ্কায় বিজেপি শিবিরের ঘুম উড়েছে। ব্যক্তিগতস্তরে দলের নেতারা হন্যে হয়ে খোঁজখবর নিচ্ছেন। কেউ যোগাযোগ শুরু করেছেন কি-না বা কারা যোগাযোগ রেখে চলছেন তা নিয়েই বঙ্গ বিজেপির অন্দরে জোর চর্চা।

বাংলায় এবার বিজেপিকে বেশ কিছু জেতা আসন হারতে হয়েছে। নির্বাচনে টিকিট নিয়েও বহু নেতাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষোভ-অসন্তোষ বহিঃপ্রকাশের মঞ্চ ২১ জুলাই তৃণমূলের সমাবেশ হয়ে উঠবে না তো? আশঙ্কা প্রবল মানছে বিজেপি শিবির। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতারা বলছেন, হাওয়া মোরগ সব দলেই আছে। বিধানসভা নির্বাচনের আগে এ পরিস্থিতি হতে পারে। তবে দলের বড়সড় কোনও ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে চাইছেন তারা। তাই খোঁজখবর নিয়ে পাল্টা কৌশল তৈরি রাখতে মরিয়া বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen