বাংলায় ডিজিটাল প্রচারে জোর দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের
গত দু’দিন ধরে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলা সংগঠন নিয়ে আলোচনার পর শনিবার বিজেপির বৈঠকে উঠে এসেছে দক্ষিণবঙ্গের সাংগঠনিক হালহকিকতের কথা।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলায় ডিজিটাল লড়াইয়ের উপরই সবথেকে বেশি জোর দিচ্ছে বিজেপি। শনিবার দিল্লিতে দলের তৃতীয় দিনের বৈঠকে পশ্চিমবঙ্গের নেতাদের এই নির্দেশই দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেইমতো দলের আইটি সেলকে আরও শক্তিশালী করে ডিজিটাল প্রচারের প্রস্তুতিও নিতে বলা হয়েছে। দলীয় সূত্রের খবর, ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে ভালো ফল করার লক্ষ্যে ইতিমধ্যেই মজবুত বুথ কমিটি গঠনের কথা বলেছেন কেন্দ্রীয় নেতারা। প্রতিটি বুথ কমিটির জন্য আলাদা আলাদা হোয়াটস অ্যাপ গ্রুপ খোলার নির্দেশও দেওয়া হয়েছে। গত দু’দিন ধরে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলা সংগঠন নিয়ে আলোচনার পর শনিবার বিজেপির বৈঠকে উঠে এসেছে দক্ষিণবঙ্গের সাংগঠনিক হালহকিকতের কথা।
আজ, রবিবার এবং আগামীকাল, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাংগঠনিক পরিস্থিতি নিয়েই আলোচনা করবেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেননরা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়েই ডিজিটাল প্রচারের উপর সর্বাধিক জোর দেওয়ার কথা বলেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বলা হয়েছে, বিধানসভা ভোট এগিয়ে আসছে। কিন্তু এখন চাইলেও পথে নেমে পড়া সম্ভব নয়। সেই কারণেই জোর দিতে হবে ডিজিটাল প্রচারে। কোনও ইস্যু হাতে এলেই তা নিয়ে প্রচারের ঝড় তুলতে হবে সোশ্যাল মিডিয়ায়। তবে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে অল্পবিস্তর পথে নেমে প্রচার আন্দোলন করা যায় কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে।