গ্রেপ্তারির ভয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি, সেটি মিললেও প্রশ্ন থাকছেই

মুকুল রায়ের বিরুদ্ধে বিধায়ক খুনের চার্জশিট আছে। অর্জুন সিং নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ।

December 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সুপ্রিম কোর্টে স্বস্তি পেল বিজেপি (BJP)। কৈলাস-মুকুলদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিতে পারবে না রাজ্য পুলিশ। নিরপেক্ষ তদন্তের জন্য মামলা দেওয়া হোক সিবিআইকে, আর্জি মামলাকারীদের ।

বিভিন্ন সময়, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, একাধিক থানায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে রাজ্য পুলিশ। সেই এফআইআর-এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। এই সংক্রান্ত মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২ সপ্তাহর মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে,  আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত, অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।

কিন্তু, কেন বিজেপির নেতারা গ্রেপ্তারি এড়াতে একেবারে সুপ্রিম কোর্ট গেল? এটাকি সম্পূর্ণ দ্বিচারিতা নয়? কারণ, আমরা রোজই বিভিন্ন হিংসাত্বক মন্তব্য এবং কার্যকলাপকরতে দেখছি বিজেপিকে।

তাঁরা বিভিন্ন জেলায় গিয়ে মানুষকে উস্কোচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অনেক ঘটনাঘটিয়েছে ইতিমধ্যেই। নবান্ন এবং উত্তরকন্যা অভিযান ঘিরেও হিংসা ছড়িয়েছে তাঁরা। মুকুল রায়ের (Mukul Roy) বিরুদ্ধে বিধায়ক খুনের চার্জশিট আছে। অর্জুন সিং নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ।

এছাড়া, দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং সায়ন্তন বসুর (Sayantan Basu) মত নেতারা রোজই কর্মীদের উস্কানি দিচ্ছে তৃণমূলকর্মী এবং পুলিশ কর্মচারীদের মারবার জন্য। এবং এই সম্পূর্ণ উস্কানি দেওয়া হচ্ছে জনসভাথেকে যা দণ্ডনীয় অপরাধ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen