দিলীপের জায়গায় ‘বাংলার মেয়ে’-কে বসানোর দাবি জোরাল হচ্ছে বিজেপির অন্দরমহলে?

দিলীপের স্থলাভিষিক্ত হবেন কে? রাজ্য বিজেপি সূত্রে খবর,রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীর হাতে দেওয়ার ভাবনাচিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা।

June 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

চলতি বছর বিজেপির রাজ্য সভাপতি পদে মেয়াদ হচ্ছে দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী, তাঁর পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই। ফলে নতুন সভাপতি পেতে চলেছে রাজ্য সভাপতি। দিলীপের স্থলাভিষিক্ত হবেন কে? রাজ্য বিজেপি সূত্রে খবর,রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীর হাতে দেওয়ার ভাবনাচিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা। 

রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মেয়াদ হচ্ছে চলতি বছর ডিসেম্বরে। বিজেপির গঠনতন্ত্র বলছে, পরপর দুবার অথবা সর্বোচ্চ ৬ বছর সভাপতির আসনে থাকা যায়। দিলীপের অভিষেক হয়েছিল ২০১৫-র ডিসেম্বরে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক রদবদল করেনি বিজেপি। ফলত মেয়াদ বৃদ্ধি হয় রাজ্য সভাপতির। ২০২০-র জানুয়ারিতে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন তিনি। সেই হিসেবে দিলীপের থাকার কথা ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত। কিন্তু সভাপতি পদের ৬ বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে চলতি বছর ডিসেম্বরে। এই অবস্থায় দিলীপের পরিবর্তে কে, তা নিয়ে শুরু হয়েছে ভাবনাচিন্তা। বিজেপির সূত্রে প্রাথমিক খবর, ‘বাংলার মেয়ে’র বিরুদ্ধে ‘বাংলার মেয়ে’কেই নামানোর তোড়জোড় করছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে দিলীপকে (Dilip Ghosh) করা হতে পারে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen