২৯ ফেব্রুয়ারি BJP-র আংশিক প্রার্থী তালিকা প্রকাশ, বাংলা থেকে কারা?

দলের অন্দরের খবর মুর্শিদাবাদের বাসিন্দা এক বিখ্যাত গায়ককে আসানসোলে প্রার্থী করতে পারে বিজেপি

February 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি মাসেই প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি? এমনই শোনা যাচ্ছে দলের অন্দরে। তবে প্রকাশিত হবে আংশিক প্রার্থী তালিকা। তাতে থাকতে পারে একাধিক চমক। বলিউড নায়ক থেকে ভোজপুরী গায়ক, ক্রিকেটার থেকে প্রাক্তন আমলা; টিকিটের দৌড়ে আছেন অনেকেই। লোকসভা ভোটকে (Loksabha Election 2024) সামনে রেখে, বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ২৯ ফেব্রুয়ারি নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে নির্বাচনী কমিটির বৈঠকে বসছেন। মোদী, শাহ, নাড্ডারা। বৈঠকের পর ১০০টি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি।

প্রথম দফার তালিকায় বাংলার (West Bengal) ১৬টি কেন্দ্রের নাম থাকার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য, দমদম, কাঁথি, তমলুক, আসানসোল, দক্ষিণবঙ্গের কয়েকটি আসন। তমলুক লোকসভা কেন্দ্রে বাংলার বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারীর নাম নিয়ে চর্চা চলছে। দমদম লোকসভা কেন্দ্র থেকে জিতে এসেছেন, অধুনা প্রয়াত এমন একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোর নাম প্রার্থী হিসেবে থাকতে পারে তালিকায়।

দলের অন্দরের খবর মুর্শিদাবাদের বাসিন্দা এক বিখ্যাত গায়ককে আসানসোলে প্রার্থী করতে পারে বিজেপি। আসানসোল নিয়ে একজন ভোজপুরী গায়কের সঙ্গেও কথা বলছে বিজেপি। সেক্ষেত্রে ওই গায়ককে মুর্শিদাবাদেই প্রার্থী করা হতে পারে। এবারের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের এক বোলারের নামও ঘোরাফেরা করছে। রাজ্যের সংখ্যালঘু প্রভাবিত কোনও এলাকায় হয়ত তাঁকে টিকিট দেওয়া হবে। যাদবপুর বা কলকাতা দক্ষিণ কেন্দ্রের জন্য একজন অভিনেত্রীর কথা ভাবছে বিজেপি (BJP)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen