ইলেক্টোরাল বন্ডে আয়ের নিরিখে বিজেপিই শীর্ষে, ধারে কাছে নেই অন্যরা

নজির গড়ল বিজেপি

August 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নজির গড়ল বিজেপি। ২০১৯-২০ অর্থবর্ষে ইলেক্টোরাল বন্ডে টাকার নিরিখে শীর্ষে কেন্দ্রীয় দল। তৃণমূল, কংগ্রেস সহ বিরোধী দলেরা ধারে কাছেও নেই। জানা গিয়েছে, অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির মোট আয়ের ৭৫ শতাংশ গিয়েছে বিজেপির দখলে। মাত্র ৯ শতাংশ পেয়েছে কংগ্রেস। 

কোন দলের খাতায় কত ইলেক্টোরাল বন্ড জমা পড়ে, তা নজরে রাখে অ‌্যাসোসিয়েশন ফর ডেমোক্র‌্যাটিক রিফর্মস (ADR)। ইবি ব্যবহার করেই বিভিন্ন ব‌্যবসায়ী এবং সংস্থা দলগুলিকে টাকা পাঠায়। রিপোর্ট অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির আয় ছিল ৩৬২৩.২৮ কোটি টাকা। যা আগের বছরের প্রায় দেড়গুণ বেশি। সেখানে কংগ্রেসের আয় ছিল মাত্র ৬৮২ কোটি টাকা, যা আগের থেকে ২৫ শতাংশ কম।

রোজগারের পাশাপাশি খরচের নিরিখেও এগিয়ে বিজেপি। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ইলেক্টোরাল বন্ড ভাঙিয়ে কাজে লাগিয়েছে রাজনৈতিক দলগুলি। যার মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি। আয় ৩৬২৩.২৮ কোটি টাকা, যার মধ্যে ১৬৫১ কোটি টাকা গেরুয়া শিবির ব‌্যবহার করেছে। খরচের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তহবিলে আসা মোট টাকার মধ্যে ৯৯৮ কোটি টাকা ব‌্যবহার করেছে। যা দলের রোজগারের থেকে অনেকটা বেশি। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল। ১০৭ কোটি টাকা ব্যবহার করেছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen