সংখ্যালঘুদের মন জয়ে তৎপর রাজ্য বিজেপি

রণনীতি ঠিক করতে চুল চেড়া বিশ্লেষণ হয় এদিনের মিটিং-এ। বিধানসভায় যে চ্যালেঞ্জ অনেকটাই বেশি, একথা স্বীকার করে নিয়েছেন দিলীপবাবুরাও।

July 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

একুশের আসন্ন বিধানসভা নির্বাচনের রনকৌশল নির্ধারণ করতে ইতিমধ্যেই তৎপর রাজ্য বিজেপি। উনিশের লোকসভায় উত্তরবঙ্গে ফলফল যথেষ্ট ভালো হলেও, দক্ষিণ বঙ্গে বিশেষ কিছু করতে পারেনি দল।

সে কারণেই রাজ্যের নেতাদের কেন্দ্রীয় কমিটির সাথে তৃতীয় দিনের বৈঠকে মূল বিষয়বস্তু ছিল দক্ষিণ বঙ্গের চারটি আসন। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর ও কৃষ্ণনগর। বিগত দুদিন উত্তরবঙ্গ নিয়ে আলোচনা হয়। এই চারটি আসনই লোকসভা ভোটে বিজেপির হাতছাড়া হয়। এর মধ্যে তিনটি আসন মুর্শিদাবাদ জেলার মুসলিম অধ্যুষিত অঞ্চল। অর্থাৎ সংখ্যালঘুরাই নির্বাচনে হারজিতের নির্ণায়ক। এই সংখ্যালঘু ভোট একেবারে হাতছাড়া করতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। আসাম, উত্তরপ্রদেশে যেভাবে মুসলিমদের ভোট বিজেপির ঝুলিতে এসেছিল, সেই মডেলই বাংলায় প্রয়োগ করবে দল। এরকমই সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে।

রণনীতি ঠিক করতে চুল চেড়া বিশ্লেষণ হয় এদিনের মিটিং-এ। বিধানসভায় যে চ্যালেঞ্জ অনেকটাই বেশি, একথা স্বীকার করে নিয়েছেন দিলীপবাবুরাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen