বিজেপি বাংলায় সরকার গড়তে পারবে না: বিমল গুরুং

এলাকার একাংশ বাসিন্দা বিমল গুরুংকে সংবর্ধনা দেন। এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি যতই লম্ফঝম্প করুক, বাংলায় লাভ হবে না।

January 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলায় বিজেপি (BJP) যতই লম্ফঝম্প করুক না কেন, তারা সরকার গড়তে পারবে না। বৃহস্পতিবার বিকেলে মেটেলির চিলৌনি চা বাগানে অনুগামীদের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung)। তিনি এদিন বিকেলে প্রথমে পার্শ্ববর্তী কালিম্পং জেলার সামসিং ফাঁড়ি, রকি আইল্যান্ড সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। সেখানে একটি মন্দিরে পুজো দেন। শেষে বিকেলের দিকে চিলৌনি চা বাগানে আসেন।

এলাকার একাংশ বাসিন্দা বিমল গুরুংকে সংবর্ধনা দেন। এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি যতই লম্ফঝম্প করুক, বাংলায় লাভ হবে না। বিজেপি যেটা ভাবছে, সেটা হবে না। তারা ৭০ থেকে ৮০টার বেশি আসন পাবে না। সরকার গড়বে তৃণমূল কংগ্রেসেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen