মহারাষ্ট্রের বদলাপুরে যৌন হেনস্তায় অভিযুক্তকে টিকিট! জনরোষের মুখে প্রার্থী প্রত্যাহার বিজেপির

January 10, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩২: মহারাষ্ট্রের বদলাপুরে (Badlapur) স্কুলের শৌচালয়ে নাবালিকা পড়ুয়াদের ওপর যৌন নির্যাতনের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে ওই ঘৃণ্য ঘটনার অন্যতম অভিযুক্ত তুষার আপ্টেকে কুলগাঁও বদলাপুর পুরসভার একটি আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিতর্কে জড়াল বিজেপি (BJP)। যদিও তীব্র জনরোষ ও বিরোধীদের চাপে শেষপর্যন্ত ওই প্রার্থীর নাম প্রত্যাহারে বাধ্য হয়েছে গেরুয়া শিবির।

২০২৪ সালের ১৬ আগস্ট বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে দুই শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনায় নাম জড়িয়েছিল তুষার আপ্টের। তিনি ওই স্কুলের প্রেসিডেন্টের সচিব ছিলেন। তাঁর বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের হয়। ঘটনার পর দীর্ঘ ৪০ দিন পলাতক থাকার পর তিনি গ্রেপ্তার হন এবং পরে জামিন পান। এমন এক ‘দাগি’ ব্যক্তিকে প্রার্থী করায় এলাকাবাসী এবং নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এনসিপি (শারদ পওয়ার গোষ্ঠী) নেত্রী সুপ্রিয়া সুলে বিজেপির এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে বলেন, “এর থেকেই নারী ও শিশুদের সুরক্ষার বিষয়ে বিজেপির অসংবেদনশীল ও আসল রূপ প্রকাশ পায়।” শেষমেশ পরিস্থিতি বেগতিক দেখে তুষার আপ্তের নাম প্রত্যাহার করে নেওয়া হয় এবং ওই কেন্দ্রে দ্রুত নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen