বিজেপি কর্মীর হাতে ধর্ষণের শিকার বিশেষ ভাবে সক্ষম মহিলা

অসহয়তার সুযোগ নিয়েই বিজেপি কর্মী তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

October 31, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

খেজুরির (Khejuri) বোগায় ধর্ষণের (Rape) শিকার হলেন বিশেষ ভাবে সক্ষম এক গৃহবধূ। অভিযোগ উঠেছে সম্প্রতি বিজেপিতে (BJP) যোগ দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে।

গত বুধবার ঘটনাটি তালপাটি থানার (Talpati Ghat Coastal PS) অন্তর্গত বোগায় ঘটেছে। অভিযুক্ত শ্যামপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগেও মহিলাদের উত্যক্ত করা সহ একাধিক অভিযোগ রয়েছে। নির্যাতিতা কথা বলতে পারেন না। সেই অসহয়তার সুযোগ নিয়েই বিজেপি কর্মী তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

কাঁথি (Contai) মহকুমা আদালতের বিচারপতি অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। মহিলার জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

ঘটনার পর থেকেই বিজেপির স্থানীয় নেতারা নির্যাতিতা এবং তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen