প্রার্থী পছন্দ নয়! হাড়োয়ায় বিজেপি কার্যালয়ে তালা ঝোলাল দলীয় কর্মীরাই

সোমবার থেকে প্রচারে নেমে পড়বেন সকলেই। সেখানে কিন্তু বিজেপি কার্যালয়ে স্বাভাবিক ছবি দেখা গেল না।

October 24, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১৩ নভেম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। এবার মনোনয়নপত্র জমা দেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দাস। প্রত্যেক রাজনৈতিক দলই এখন প্রচারের কৌশল ঠিক করছেন। সোমবার থেকে প্রচারে নেমে পড়বেন সকলেই। সেখানে কিন্তু বিজেপি কার্যালয়ে স্বাভাবিক ছবি দেখা গেল না।

কর্মী-সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা তো দূরস্থান, তাঁদের একাংশ পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন। একটি বা দু’টি নয়, হাড়োয়া, দেগঙ্গা ও বারাসত ২ নং ব্লকে ১০টির বেশি বিজেপি কার্যালয়ে তালা ঝুলছে। এমন ঘটনা পাঁচকান হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রার্থী পছন্দ না হওয়ায় অসন্তোষ থেকেই এই ঘটনা বলে দাবি বিজেপির বিক্ষুব্ধ নেতাকর্মীদের। তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে প্রার্থী ঠিক করা হয়েছে। স্থানীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ না করেই একজনকে টিকিট দিয়েছে দল।

এক্ষেত্রে তাঁরা সরাসরি আঙুল তুলেছেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষের দিকে। কর্মীদের স্পষ্ট অভিযোগ, প্রার্থী বিমল দাসকে কখনও এলাকায় মানুষের পাশে থাকতে দেখা যায় না। কোনও কর্মসূচিতেও তাঁকে অংশ নিতে দেখা যায়নি। দেগঙ্গার মহিলা বিজেপি নেত্রী অঞ্জলি মজুমদার যেমন বললেন, ‘যে প্রার্থী নিজের এলাকার মানুষের পাশে দাঁড়ান না, নিজের পঞ্চায়েতে একটিও বুথে প্রার্থী দিতে পারেন না, তাঁকে কীভাবে দল বিধানসভার মতো ভোটে টিকিট দেয়? আমরা তো মানুষের কাছে ভোট চাইতে যেতে পারছি না।’ বিজেপি সভাপতি তাপস ঘোষ অবশ্য বলেন, ‘গণতান্ত্রিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। বিজেপির কোর কমিটি এবং নেতৃত্বর সঙ্গে কথা বলেই নাম পাঠানো হয়েছিল। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব তাতে সিলমোহর দিয়েছে। নিজেদের প্রার্থী নিয়ে বিরূপ মন্তব্য করা ঠিক নয়।’

আর এই ঘটনায় তৃণমূল বলছে, ‘বিজেপির প্রার্থীর নামে একাধিক অভিযোগ আছে গ্রামবাসীদের। এমনিতেও হাড়োয়া বিধানসভায় বিজেপি করে, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। বিজেপির অফিসে তালা পড়েছে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। এটা লজ্জার।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen