মহারাষ্ট্রে প্রকাশ্যে AIMIM-এর সঙ্গে জোট BJP-র! বিরোধীদের অভিযোগই কি সত্যি হলো?

January 7, 2026 | 2 min read

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: এতদিন যা ছিল বিরোধীদের অভিযোগ, এবার তা-ই যেন বাস্তবে রূপ পেল মহারাষ্ট্রের (Maharashtra) মাটিতে। আসাদউদ্দিন ওয়েইসির মিম (AIMIM)-কে বরাবরই বিজেপির ‘বি’ টিম বলে কটাক্ষ করে এসেছে বিরোধীরা। অভিযোগ ছিল, সংখ্যালঘু ভোট কেটে পরোক্ষে বিজেপিরই সুবিধা করে দেন হায়দরাবাদের সাংসদ। কিন্তু এবার আর কোনও আড়াল-আবডাল নয়, ক্ষমতা দখলের স্বার্থে প্রকাশ্যেই একে অপরের সঙ্গে হাত মেলাল বিজেপি ও মিম।

মহারাষ্ট্রের আকোলা জেলার আকোট পুরসভায় দেখা গেল এই নজিরবিহীন রাজনৈতিক সমীকরণ। ৩৫ আসন বিশিষ্ট আকোট পুরসভার ফলাফল ত্রিশঙ্কু হওয়ার পরেই নাটকের সূত্রপাত। ফলাফলের নিরিখে বিজেপি ১১টি আসন পেয়ে বৃহত্তম দল হলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৬টি আসন এবং ওয়েইসির দল মিম পেয়েছে ৫টি আসন। এছাড়া অন্যান্য দলগুলির ঝুলিতে গেছে ৬টি আসন।

সূত্রের খবর, এই পরিস্থিতিতে কংগ্রেস (Congress) ও বহুজন বিকাশ আঘাড়িকে ক্ষমতার বাইরে রাখতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব। সেই লক্ষ্যেই মিম-সহ অন্যান্য ছোট দলগুলিকে এক ছাতার তলায় এনে ‘আকোট বিকাশ মঞ্চ’ নামে একটি জোট গঠন করা হয়। অর্থাৎ, যে বিজেপি নিজেকে কট্টর হিন্দুত্ববাদী দল হিসেবে তুলে ধরে, তারাই নিছক পুর-ক্ষমতার লোভে এবং কংগ্রেস (Congress) বিরোধিতায় হাত মেলাল তথাকথিত কট্টরপন্থী মুসলিম দল মিমের সঙ্গে।

স্বাভাবিকভাবেই দুই মেরুর এই মিলন দেখে তোপ দেগেছে বিরোধী শিবির। চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া ব্রিগেড। খবরটি প্রকাশ্যে আসতেই ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হয় বিজেপির রাজ্য নেতৃত্ব। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। তিনি স্পষ্ট ভাষায় জানান, “এই জোট কোনওভাবেই মানা হবে না। আমাদের দলের আদর্শের সঙ্গে এই জোট খাপ খায় না। স্থানীয় স্তরে কেউ যদি অতি উৎসাহী হয়ে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen